Sunday, March 27, 2016

মানুষ কী ? মানুষ কেমন হওয়া উচিত ?

মানুষ কী ? মানুষ কেমন হওয়া উচিত ?
প্রশ্নের উত্তরগুলো সার্বজনীন,কিন্তু এইগুলোর সীমানির্দেশ আমাদের দেশে অনেক আগে থেকে কলুষিত।আমরা বড় হওয়ার সাথে সাথে শিখি মাঝে মধ্যে দুর্নীতি করলে ব্যাপার না,বড় হইতে হইলে একটু অসৎ পথ অবলম্বন তেমন বড় বিষয় না।বই পুস্তকের পাতায় পাতায় এত এত নীতিকথা আমাদের শিখানু হয় না ,সব এখন গ্রেড নিয়ে ব্যস্ত।
বিবেক ,সততা ,আদর্শ আর মূল্যবোধ এই গুলো তো পরিবার,সমাজ আর শিক্ষার মাধ্যমে আমরা অর্জন করি।
যতাযত শিক্ষায় একটা জাতি যখন এগুবে তখন ধর্ষনের মত এত জগন্য অপরাধ সমাজ ছাড়তে বাধ্য। 

Saturday, March 19, 2016

দুই দলই হারার নিয়ম নাই ?
তবে পাকিস্তানই হারুক।