Tuesday, June 21, 2016

আপনারা যারা এমন কিছু সাবজেক্ট -এ পড়ছেন বা শেষ করেছেন  যা দিয়ে নির্দিষ্ট কিছু জব করা যাবে অথবা নির্দিষ্ট পরিমান টাকা পাওয়া যাবে সেক্ষেত্রে আপনারা টেকনিক্যাল কিছু শিখে রাখতে পারেন এই যেমন কোডিং করা,হার্ডওয়ার ফিক্সিং,ইলেক্ট্রিক্যাল কাজ অথবা প্লাম্বিং।এই গুলা শিখার জন্য আপনাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকা লাগবে না। আমরাই আমাদেরকে সীমাবদ্ধ করে রাখি।

Saturday, June 4, 2016

Friday, June 3, 2016

আয়ের পথ সাধারনত তিনটি। 
জব থেকে যে টাকা আসে তা হলো Earned Income  .....
ব্যাঙ্ক এ নির্দিষ্ট পরিমান টাকা রাখলে যে মুনাফা আসে তা Portfolio Income .....
এমন কিছু করছেন যা থেকে প্রত্যাহিক টাকা আসে এই যেমন একটা App create করছেন অথবা বই লিখছেন সেটা থেকে যে টাকা আসে তা Passive Income .....