Friday, July 29, 2016

জগৎজুড়ে আমিকে খুঁজে যাব
জীবনভর মানুষে বসবাস করবো
মানুষের মাঝে মানুষ খুঁজবো
প্রাণের ভূবনে হেসেই যাবো।



Tuesday, July 26, 2016

বঙ্গবাণী

যে সবে বঙ্গেতে জন্মি হিংসে  বঙ্গবাণী।
সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি।
দেশি ভাষা বিদ্যা যার মনে ন জুয়ায়।
নিজ দেশ তেয়াগী কেন বিদেশ ন যায়। 


Tuesday, July 19, 2016

কর্নেল হারল্যান্ড স্যান্ডার্স ও আমাদের শিক্ষা। ..

কর্নেল হারল্যান্ড স্যান্ডার্স ৫ বছর বয়সে বাবা হারান। ১৬ বছর বয়সে স্কুল ছেড়ে দেন অর্থাভাবে। ১৭ বছর বয়সের আগ পর্যন্ত চার চারটা জব তাকে ছাড়তে হয়েছে। ১৮ বছর বয়সে বিয়ে করেন। ১৮-থেকে ২২ বছর পর্যন্ত তিনি রেলরোড কন্ডাক্টর ছিলেন। ১৯ বছর বয়সে বাবা হন ,পরের বছর উনার স্ত্রী উনাকে ছেড়ে চলে যান। আর্মিতে কাজ করেন,ঐখান থেকে ও তাকে সরিয়ে দেয়া হয়। লো স্কুলে আবেদন করলে রিজেক্ট হন। ব্যর্থ হন ইন্সুরেন্স কোম্পানির সেলসম্যান হিসেবে। জীবনের শেষ দিকে এসে একটা ছোট ক্যাফে ডিস ওয়াসার ও কুক হিসাবে কাজ করেন। উনি যখন ৬৫ তখন অবসরে যান। জীবনের সর্বশেষ চেকটা ছিল মাত্র ১০৫ ডলার যা বাংলাদেশি টাকায় এখন যেটা ৮২০০ টাকা মাত্র।জীবনে কিছু করতে পারলেন বলে মরতে যাচ্ছিলেন,গাছতলায় বসে চিন্তা করতেছিলেন শেষ বারের মত। হটাৎ মাথায় আসলো একটা জিনিস উনি খুব ভালো পারেন আর সেটা how to cook ...
কিছু টাকা ধার করে কয়েকটা চিকেন কিনলেন,ফ্রাইড করলেন।  এক দরজা থেকে অন্য দরজায় গেলেন ফ্রায়েড চিকেন বিক্রির জন্য। আর পেছনে থাকান নি। ৮৮ বছরে তিনি বিলিওনাইরী।
তিনি আজকের KFC র ফাউন্ডার। 

Sunday, July 10, 2016

 মানুষ তত বেশি উন্নত যারা  চিন্তাধারায়  উন্নত,মানুষ তত বেশি মুক্ত যারা জ্ঞান আহরণের ক্ষেত্রে উন্মুক্ত। আর জগতের সকল উন্নত মানুষ বই পড়ে ..............

Monday, July 4, 2016

আমার ঈদের খুশি
আমার আম্মু ভাই বোনকে নিয়ে গ্রামের বাড়ি গেছেন। যে ঘরগুলোর দেয়ালে কতটা দাগ আছে তা আমার জানা ,দেয়ালের কোন জায়গায় একটু রং ছুটে গেছে সেটা ও আমার জানা আর  এরা ওই ঘরগুলোতে কয়েকদিন থাকবে। জানালার পাশের নারিকেল গাছের বাতাসে এরা কয়েকদিন কাটাবে ,লক্ষ জনমের সেই চিরচেনা পথটি (কালভাট থেকে ঘর পর্যন্ত )পাড়ি দিয়ে এরা বাড়িতে ডুকবে। আমার প্রাণের প্রিয় ভাই আমার সেই সাঁতার শেখার পুকুরে স্নান করবে,আব্বুর আঙুলে ধরে যাওয়া সেই মসজিদে নামাজ পড়বে ,বাড়ির হাস্যজ্বল প্রাণের মানুষগুলো আমার কথা এদেরকে জিজ্ঞেস করবে। প্রাণের হাওর হাকালুকি চেয়ে থাকবে তার আপন সন্তানদের দিকে,জগতের শ্রেষ্ট সেই গ্রামের মানুষের সাথে এদের দেখা হবে।
অন্যদের খুশি করার মাঝে জীবনের পরম সুখ। জীবন,ঘর,সংসার,সম্পর্ক -ভরে উঠুক আনন্দ-উচ্ছাসে । 

Saturday, July 2, 2016

যে একজন নিষ্পাপ মানুষকে খুন করলো,সে যেন সমগ্র মানব জাতিকে খুন করলো। 
পবিত্র কোরআন।

ক্ষুদ্র ক্ষুদ্র বিচ্ছিন্ন ঘটনা থেকে শুরু করে বড় বড় মহাপরিকল্পিত ঘটনা যে আমাদের জাতীয় অনঐক্যের কারণে হচ্ছে তা পরিষ্কার। সবার আগে দেশ......