আমার ঈদের খুশি
আমার আম্মু ভাই বোনকে নিয়ে গ্রামের বাড়ি গেছেন। যে ঘরগুলোর দেয়ালে কতটা দাগ আছে তা আমার জানা ,দেয়ালের কোন জায়গায় একটু রং ছুটে গেছে সেটা ও আমার জানা আর এরা ওই ঘরগুলোতে কয়েকদিন থাকবে। জানালার পাশের নারিকেল গাছের বাতাসে এরা কয়েকদিন কাটাবে ,লক্ষ জনমের সেই চিরচেনা পথটি (কালভাট থেকে ঘর পর্যন্ত )পাড়ি দিয়ে এরা বাড়িতে ডুকবে। আমার প্রাণের প্রিয় ভাই আমার সেই সাঁতার শেখার পুকুরে স্নান করবে,আব্বুর আঙুলে ধরে যাওয়া সেই মসজিদে নামাজ পড়বে ,বাড়ির হাস্যজ্বল প্রাণের মানুষগুলো আমার কথা এদেরকে জিজ্ঞেস করবে। প্রাণের হাওর হাকালুকি চেয়ে থাকবে তার আপন সন্তানদের দিকে,জগতের শ্রেষ্ট সেই গ্রামের মানুষের সাথে এদের দেখা হবে।
অন্যদের খুশি করার মাঝে জীবনের পরম সুখ। জীবন,ঘর,সংসার,সম্পর্ক -ভরে উঠুক আনন্দ-উচ্ছাসে ।