Wednesday, September 20, 2017

অনেকেই এই প্রশ্ন আমাকে করছিলো। তুমি আমেরিকা চলে যাচ্ছ তিন মাস পর ,তারপরও এই প্রতিষ্টানে (স্থানীয় এক স্বনামধন্য প্রতিষ্টান ) শিক্ষকতা কেন করছো ?


>> মাঝে মাঝে আপনাকে অনেক কিছুই করতে হবে যেখানে টাকাটা বিষয় না। 

Sunday, September 17, 2017

প্যাশন ( গভীর প্রণয় ,আবেগ ,গভীর টান ) :

প্যাশন ( গভীর প্রণয় ,আবেগ ,গভীর টান ) :

দুইটা ছেলে মেয়ের সম্পর্কের মধ্যে প্যাশন কম থাকে অথবা প্যাশন না থাকা অবস্থায় প্রেম চলে তখন সেই প্রণয় বেশি দিন ঠিকে না। প্রকৃতি প্যাশন ছাড়া কাজ অথবা ভালোবাসাকে তছনছ করে দেয়।

যে কাজে তুমি ভালোবাসা খুঁজে পাবে না সেটা করো না কারণটা ওই প্রকৃতি। সফল হতে হলে গভীর প্রেম থাকতে হবে। সেটা খুকীর সাথে প্রেম হোক আর যত নিম্নমানের কাজ হোক। আর হ্যা , কাজের উঁচু বা নিচু নেই।


বিশেষ কথা : প্রেমে ব্যার্থ হলে যেমন স্ক্রিনশট পাবলিক করা যাবে না ঠিক তেমনি কাজে ব্যার্থ হলে ভেঙে পড়লে হবে না।উঠে দাড়াও এবং আরেকটা খুঁজো।প্রেমিকা ও কাজ। প্রেমিকা বা কাজ ততক্ষন বেছে নিও না যতক্ষণ প্রেম না খুঁজে পাও।