Tuesday, December 30, 2014

সময় আমাদেরকে শিক্ষা দেয় উন্নত থেকে উন্নতর হওয়ার। আসা করি সবাই নিজ নিজ জায়গা থেকে মানবিকতা ,সততা ও আস্থার  দিকটায় অনেকটা উন্তত। নতুন বছর যেন নতুনত্বের এক অসীম বার্তা নিয়ে আসে । সেই কামনায় রইলাম।
হ্যাপি নিউ ইয়ার ২০১৫.....................

Tuesday, December 23, 2014

কেউ  সব হারিয়ে হয় বীরাঙ্গনা
কেউ বা আবার সানি লিওন। 
দুঃখের বিষয় হলো সমাজে সানিরা  সম্মানে আছে আর বীরাঙ্গনারা মুখ লুকায় কাপড়ের আড়ালে।


Thursday, November 13, 2014


আরো প্রয়োজন ছিল 
গগনে গরজে মেঘ, ঘন বরষা।
কূলে একা বসে আছি, নাহি ভরসা।
রাশি রাশি ভারা ভারা ধান কাটা হল সারা,
ভরা নদী ক্ষুরধারা খরপরশা -----
কাটিতে কাটিতে ধান এল বরষা ।।
স্যার  রবীন্দ্রনাথের এই কবিতার সাথে আপনার বর্ণীল জীবনের অনেক মিল। 
কিন্থু আপনার তো ধান কাটা শেষ হয়নি  ...............
তবে কেন বর্ষার জলে ডুবতে হল ?
আবেগী মন এই প্রশ্নই করে। ...........
তবে যা ধান কাটছেন তা ই অমুল্য আমাদের জন্য।

Tuesday, November 11, 2014

বিবেক এমন একটা জিনিস যা আমাদেরকে অন্ধকারে আলো যোগায় ,আলোর মাঝে পথ দেখায়। 

Thursday, October 9, 2014

যদি আমি আমার জীবনে একটা জিনিস দিতে পারতাম ,তবে আমার চুখ গুলোর মধ্যমে  তুমাকে দেখার ক্ষমতা দিয়ে দিতাম। টিক তখন ই তুমি অনুভব করতে পারতে তুমি কত স্পিসিয়াল আমার কাছে। 

Tuesday, September 30, 2014

তোমাদেরকে ও  এই  পুরুষ নির্ভর সমাজে পুরুষের সাথে তাল মিলিয়ে চলতে হবে এটা বলার অপেক্ষা রাখে না। 
তাই বলে নগ্নতা কে তো  আর মেনে নেয়া যাই না। 

Read in the name of your Lord who created, created man from a clinging form. Read! Your Lord is the Most Generous, who taught by means of the pen; taught man what he did not know. (96:1-5)

These verses address humankind to seek knowledge and delve in critical thinking.

Tuesday, July 22, 2014

আমি দেখেছি জীবন যেখানে যেমন তেমন ই চলে ,কারো জন্য থেমে থাকে না কিন্থু  মাঝে মাঝে জীবন এর চলার  পথ একটু হলে ও মন্থর হয়ে যায়। 
তাই কারো উপর  খুব  বেশি নির্ভর না করা এ উত্তম। 
Chances are, you depend on many people for emotional support. It may be your parents, a boy or girl friend, or good close friends. Although it is possible to continue to depend on these people for the rest of your life, it is in your best interest to realize that everyone in your life that you depend on will one day no longer be around. Some will move away, some will stop talking to you, and they all will eventually die. The only person that will always be with you is you. If you depend on yourself for support, you will never be let down.
  • It's okay to get attached to a few key people in your life, but you cannot let these people determine your level of happiness. That's up to you.

  •  https://draft.blogger.com/blogger.g?blogID=1187925982453806605#editor/target=post;postID=5956498515781232990

when I think about life I see a lot troubles out there .Apparently, one thing replaces my mind ,and that is  someone who will be honest and can respect your ideas.


we the people need to know all the stuff related life.