Thursday, November 13, 2014


আরো প্রয়োজন ছিল 
গগনে গরজে মেঘ, ঘন বরষা।
কূলে একা বসে আছি, নাহি ভরসা।
রাশি রাশি ভারা ভারা ধান কাটা হল সারা,
ভরা নদী ক্ষুরধারা খরপরশা -----
কাটিতে কাটিতে ধান এল বরষা ।।
স্যার  রবীন্দ্রনাথের এই কবিতার সাথে আপনার বর্ণীল জীবনের অনেক মিল। 
কিন্থু আপনার তো ধান কাটা শেষ হয়নি  ...............
তবে কেন বর্ষার জলে ডুবতে হল ?
আবেগী মন এই প্রশ্নই করে। ...........
তবে যা ধান কাটছেন তা ই অমুল্য আমাদের জন্য।

No comments:

Post a Comment