Thursday, February 5, 2015

সকল প্রসংসা মহান আল্লাহর, তোমাদের সকলের দোয়ায় আমার প্রথম বই ''তারুণ্য,সপ্ন ও বাস্তবতা '' আলপনা প্রকাশনী
থেকে বের হচ্ছে,স্টল নং (১৩৩)। বইটির প্রচ্ছদ করেছেন শিল্পী এম আর কমল। বইটি প্রকাশের প্রথম থেকে শেষ সর্বাত্মক সাহায্যে ছিলেন আমার শ্রদ্ধেয় বড় ভাই হাসনাইন সাজ্জাদী,যিনি  বিজ্ঞান কবিতার জন্য সর্বাধিক পরিচিত । অমর একুশে বইমেলায় আপনাদের সবাইকে স্বাগতম বইটি পড়ে দেখার জন্য। 

No comments:

Post a Comment