Wednesday, July 29, 2015

চালাকির দ্বারা সৎ কাজ করা যায় না। 

Saturday, July 25, 2015

কয়েক বছরের সাধনায় ডিগ্রীধারী হওয়া যায়......আর মানুষ  হইতে কখনো সারাজীবন লেগে যায়। 

Thursday, July 23, 2015

বালিকা,আমি মিথ্যা পছন্দ করি না। ......সারা পৃথিবীর সুখ সত্যে। ..

Sunday, July 19, 2015

কুপাইয়া নাটক দেখুম এইবার তবে মুভি দেখে ৩ ঘন্টা মাটিচাপা দেয়ার পক্ষে আমি কোনো সময়ই না।
দুঃখের বিষয় টিভি দেখা বাদ দিয়ে দিছি কারণ মানুষ এতবার নিঃশ্বাস নেয় কিনা সন্দেহ আছে যতবার টিভির চেনেল পাল্টানো হয়। ...............ইউটিউবই শেষ ভরসা 

Monday, July 13, 2015

বাঁচা সে তো স্বপ্নেরই জন্য।
স্বপ্নের মাঝে আমার বসবাস,
আমি করি স্বপ্ন আবাস
সূর্যের আলোর মত সত্য ,বাস্তবতায়।
আমি শেষ করে দিতে রাজি
আমি আমাকে
স্বপ্নকে রূপ দিতে আলোকে।
স্বপ্ন তোরই জন্য বাঁচা,
এ আমার নয় কথা
এ আমার প্রতিঘ্বা। 

Sunday, July 12, 2015

ছেলেটাকে মেরেই ফেললো শেষ পর্যন্ত চুরির দায়ে ? এই বাঙালি মানুষ হবে কিনা সন্দেহ আছে। 
 মুল্যবোধ আমাদের চুরি যাচ্ছে প্রতিদিন সেটার কে খবর রাখে ?

Monday, July 6, 2015

ক্রাস খাইলাম অজানা বালিকার উপর,বালিকাকে প্রথম দেখি রবির বিজ্ঞাপনে।
আপন শক্তিতে নিস্তেজ হয়ে যাচ্চি .....................

Sunday, July 5, 2015

তোর কাছে আমি পরাজিত হব
এই ধুন্ধর আমি হব বোকা
তর কাছেই।

স্বপ্নের মাঝে বসবাস মোদের
আলোকবিহীন অন্ধকারে,
বন্ধুর অজানা পথে ,
সে পথ বড়ই বিস্ময়ের। ........................