কুপাইয়া নাটক দেখুম এইবার তবে মুভি দেখে ৩ ঘন্টা মাটিচাপা দেয়ার পক্ষে আমি কোনো সময়ই না।
দুঃখের বিষয় টিভি দেখা বাদ দিয়ে দিছি কারণ মানুষ এতবার নিঃশ্বাস নেয় কিনা সন্দেহ আছে যতবার টিভির চেনেল পাল্টানো হয়। ...............ইউটিউবই শেষ ভরসা
Monday, July 13, 2015
বাঁচা সে তো স্বপ্নেরই জন্য।
স্বপ্নের মাঝে আমার বসবাস,
আমি করি স্বপ্ন আবাস
সূর্যের আলোর মত সত্য ,বাস্তবতায়।
আমি শেষ করে দিতে রাজি
আমি আমাকে
স্বপ্নকে রূপ দিতে আলোকে।
স্বপ্ন তোরই জন্য বাঁচা,
এ আমার নয় কথা
এ আমার প্রতিঘ্বা।
Sunday, July 12, 2015
ছেলেটাকে মেরেই ফেললো শেষ পর্যন্ত চুরির দায়ে ? এই বাঙালি মানুষ হবে কিনা সন্দেহ আছে।
মুল্যবোধ আমাদের চুরি যাচ্ছে প্রতিদিন সেটার কে খবর রাখে ?