Monday, July 13, 2015

বাঁচা সে তো স্বপ্নেরই জন্য।
স্বপ্নের মাঝে আমার বসবাস,
আমি করি স্বপ্ন আবাস
সূর্যের আলোর মত সত্য ,বাস্তবতায়।
আমি শেষ করে দিতে রাজি
আমি আমাকে
স্বপ্নকে রূপ দিতে আলোকে।
স্বপ্ন তোরই জন্য বাঁচা,
এ আমার নয় কথা
এ আমার প্রতিঘ্বা। 

No comments:

Post a Comment