যা আমি সব সময় ব্যবহার করি,এমনকি খারাপ সময়েও -------সেটাই আমার সব চেয়ে বিশ্রী। আমার হাসি।
Monday, August 31, 2015
Sunday, August 30, 2015
Friday, August 28, 2015
নাস্তিকতা বলতে সাধারণত কোনো ধর্মে বিশ্বাসী নয় এমন কাউকে বোঝায় কিন্ত বর্তমানে নাস্তিকতা বলতে বাংলাদেশের ভাই-বোনেরা এর সম্পূর্ণ সজ্ঞাটাই বদলে দিয়েছে। এরা বুঝে ইসলাম ধর্মের বিরুদ্ধে কথা বলাই হচ্ছে নাস্তিকতা আর সেটাই স্মার্টনেস।নাস্তিক হবি সেটা একান্ত নিজের বিষয়,হও। নাস্তিকতার যোক্তিকতা নিয়ে কথা বলো,ভালো লাগলে আমরা ও তোমাদের সাথে এসে একাত্মতা জানাবো।
Saturday, August 22, 2015
Friday, August 21, 2015
Wednesday, August 19, 2015
Wednesday, August 12, 2015
নবীদের মধ্যে একজন ও নারী আসলেন না........কেন ?
সেটা চৌদ্দ শত বছর আগের সিদান্ত এই জন্য হতে পারে .....চুর দে ইয়ার।OK,আজকের এইদিনে,বিল গেটস অথবা মার্ক জুকারবার্গ এর মত একজন ও কোডার নাই নারীদের মধ্যে,নাই একজন ও সেকসপিয়ার অথবা মিল্টন,নাই একজন বারাক ওবামা অথবা আব্রাহাম লিঙ্কন। তাহলে কি এই পৃথিবী পরোক্ষভাবে নিরন্তর মেনে যাচ্ছে সেই চোদ্দ শত বছরের ভার?
আমি কোনো সমাজকে অসম্মান করি নি।
সেটা চৌদ্দ শত বছর আগের সিদান্ত এই জন্য হতে পারে .....চুর দে ইয়ার।OK,আজকের এইদিনে,বিল গেটস অথবা মার্ক জুকারবার্গ এর মত একজন ও কোডার নাই নারীদের মধ্যে,নাই একজন ও সেকসপিয়ার অথবা মিল্টন,নাই একজন বারাক ওবামা অথবা আব্রাহাম লিঙ্কন। তাহলে কি এই পৃথিবী পরোক্ষভাবে নিরন্তর মেনে যাচ্ছে সেই চোদ্দ শত বছরের ভার?
আমি কোনো সমাজকে অসম্মান করি নি।
Monday, August 10, 2015
Wednesday, August 5, 2015
Monday, August 3, 2015
Saturday, August 1, 2015
কোনো সম্পর্কে একটা বিশেষ দিনের ফ্রেমে বন্দী করা যায় না,তবে একেকটা সম্পর্ক যে আমাদের জীবনাচরণের একক সেটা এই দিনগুলোই ঘুরেফিরে মনে করিয়ে দেয়।
প্রাচীনতম এই হারামি সম্পর্কের রণক্ষেত্র সকালের গুম ভাঙ্গা থেকে রাতে গুমাতে যাওয়ার আগ পর্যন্ত।
এই বিশ্বময় বিস্বয়কর সম্পর্কে আমার সম্মান আছে তবে দেখাতে পারি না নিজের সময় সল্পতার কারণে। সরি হারামিরা। .....................
প্রাচীনতম এই হারামি সম্পর্কের রণক্ষেত্র সকালের গুম ভাঙ্গা থেকে রাতে গুমাতে যাওয়ার আগ পর্যন্ত।
এই বিশ্বময় বিস্বয়কর সম্পর্কে আমার সম্মান আছে তবে দেখাতে পারি না নিজের সময় সল্পতার কারণে। সরি হারামিরা। .....................
Subscribe to:
Posts (Atom)