নাস্তিকতা বলতে সাধারণত কোনো ধর্মে বিশ্বাসী নয় এমন কাউকে বোঝায় কিন্ত বর্তমানে নাস্তিকতা বলতে বাংলাদেশের ভাই-বোনেরা এর সম্পূর্ণ সজ্ঞাটাই বদলে দিয়েছে। এরা বুঝে ইসলাম ধর্মের বিরুদ্ধে কথা বলাই হচ্ছে নাস্তিকতা আর সেটাই স্মার্টনেস।নাস্তিক হবি সেটা একান্ত নিজের বিষয়,হও। নাস্তিকতার যোক্তিকতা নিয়ে কথা বলো,ভালো লাগলে আমরা ও তোমাদের সাথে এসে একাত্মতা জানাবো।
No comments:
Post a Comment