Saturday, November 14, 2015

মেয়ে! মানুষের কষ্ট বেশি দিন থাকে নাকি
থাকে ক্ষতচিহ্ন খানি
 এই যে তোমার জন্য এক সময়য়ের পাগল আমি
ভুলে গেছি আজ আমি সবি।
আমার অনুভূতিরা আজ একছত্র
জমিয়ে রেখেছি অন্য এক
রাজকুমারীর সুন্দর হাসির জন্য।


No comments:

Post a Comment