Sunday, May 29, 2016

গ্রামের ছেলে ক্রিকেট বিশ্ব জয় করলো। একজন মুস্তাফিজ IPL জুড়ে ছিল আলোচনার শীর্ষে  আর পরিচয় করে দিল বাংলাদেশকে বিশ্ব উটানে নতুন করে । এরকম মুস্তাফিজরা কাদামাটি থেকে আসুক আর বাংলাদেশকে নিয়ে যাক নতুন নতুন উচ্চতায়। 

Friday, May 20, 2016

 আদর্শ অনাদর্শ বাপ্যারটা আদি।অনাদর্শ বাবাকে মেনে নেয়া যায়।তবে অনাদর্শ শিক্ষক বর্জনীয়। শিক্ষকের কথাই শিক্ষা।

Monday, May 16, 2016

BCS পরীক্ষার মত পরীক্ষা যে দেশগুলোতে আছে সে দেশ গুলো সৃজনশীলতায় পেছনেই  আছে বলা যায় .....

Saturday, May 14, 2016

বাংলাদেশে ছেলেমেয়েরা পড়াশুনা করে একজন আরেকজনকে টপকানোর জন্য।এই সব করতে করতে এরা/আমরা ভূলে যাই অনেক কিছুই।এই যেমন প্রকৃত জ্ঞান কিসে নিহিত আর কিসে বর্জিত। এখনো আপসোস হয় যে দু-দুটা বছর এড টেস্টের জন্য জলে ফেললাম। আমরা হারাই সোনালি শৈশব অনিয়মতান্ত্রিক পড়াশুনার চাপে।ভাগ্গিস নজরুল,সুকান্ত আর জগদীশ্ব রা এই যুগে আসেননি।আসলে হয়তো এরা ইতিহাস হতে পারতো না।শৈশবরা হারিয়ে না যাক। 
বি:দ্র : ছোট ভাইয়ের অমানষিক কষ্ট দেখে লিখা। বুয়েট তার স্বপ্ন। দোয়া করবেন। 

Wednesday, May 11, 2016

ভালো কোডার,ডাক্তার ,শিক্ষক যেমন নির্ভর করে চর্চার উপর। ভালো মানুষ হওয়া ও একটা চর্চার ব্যাপার এই যেমন নম্রতা,শালীনতা ,মিথ্যার পরিহার চর্চা করা।
বি:দ্র : বেশি না পারলে,ডেইলি এক ঘন্টার জন্য চর্চা করেন। মনে যে শান্তি পাবেন তার জন্য আমি দায়ী নই।