বাংলাদেশে ছেলেমেয়েরা পড়াশুনা করে একজন আরেকজনকে টপকানোর জন্য।এই সব করতে করতে এরা/আমরা ভূলে যাই অনেক কিছুই।এই যেমন প্রকৃত জ্ঞান কিসে নিহিত আর কিসে বর্জিত। এখনো আপসোস হয় যে দু-দুটা বছর এড টেস্টের জন্য জলে ফেললাম। আমরা হারাই সোনালি শৈশব অনিয়মতান্ত্রিক পড়াশুনার চাপে।ভাগ্গিস নজরুল,সুকান্ত আর জগদীশ্ব রা এই যুগে আসেননি।আসলে হয়তো এরা ইতিহাস হতে পারতো না।শৈশবরা হারিয়ে না যাক।
বি:দ্র : ছোট ভাইয়ের অমানষিক কষ্ট দেখে লিখা। বুয়েট তার স্বপ্ন। দোয়া করবেন।
No comments:
Post a Comment