Saturday, November 19, 2016

আম্মুর সাথে চুক্তি হতো রাত দশটা হবে আর আমার পড়া শেষ হবে। চুক্তিবদ্ধ হয়ে পড়তে বসতাম। তিনি আমার সাথের হওয়া চুক্তিকে খুবই সম্মান করতেন। দশটার আগে আগে হরলিক্স অথবা দুধ নিয়ে আসতেন আর হেনতেন বলতেন । আমি মনে করতাম আম্মু এত  কষ্ট করে খাবার নিয়ে আসলেন আবার পাশের চেয়ারেও বসে আছেন এখন কেমন করে আমি আম্মুকে পাশে রেখে উঠে যাই। তিনি ১২ টা পর্যন্ত বসে থাকতেন আর আমিও। বাড়তি ২ ঘণ্টা আমার SSC,HSC সহ বাকি অনেক কিছুই পরিবর্তন করে দিয়েছে।দেশেই পড়ানোর ইচ্ছে ছিল আম্মুর। দেশ আমাকে ধারণ করলো না।  প্রথমবারের মত আম্মু একটু কষ্ট পেলেন যখন বললাম আমি আমেরিকা চলে যেতে চাই। আমেরিকা এসে নানা কারণে পড়াশুনা বন্ধ হয়ে গেলো। আম্মুর সাথে কথাই বলা যেত না। ছেলে যদি  কোটিপতিও হয়  তবুও তিনি হ্যাপি হতে পারবেন না। ছেলেটা শিক্ষিত হতে হবে তবেই না তিনি হ্যাপি। অনেক কষ্টে আবার কলেজে ভর্তি হয়ে এখন লাস্ট সেমেস্টার এ। হুহ। প্রথম বই পাবলিশ করবো। আম্মুকে বললাম।বই লিখার দরকার নাই বলে উঠলেন।  আমি বললাম আম্মু বইটা মানুষের জীবনের পরিবর্তনের জন্য। আম্মু আবার পরিবর্তন করতে ও দেখতে পছন্দ করেন। বলে দিলেন পাবলিশ করো তাহলে। করলাম। এইবার ২য় বইটা আসবে ইনশা আল্লাহ। এরকম করে আম্মু আমার বোন ও ভাইয়ের জীবনেও এক বিশাল আশীর্বাদ।

আপনার মা ও আপনার জন্য আশীর্বাদ। মাকে সম্মান করুন। সম্মান করুন মময় শব্দগুলোকেও এই যেমন মেয়ে,মহিলা,মায়া,মমতা,মানবতা ,মহানুভবতা আর মানুষকে।



Saturday, November 12, 2016

বিল গেটস দুইটাই বুজতেন।

IMB (International Business Machines) পৃথিবীর সর্ববৃহৎ ও সর্বপ্রথম কম্পিউটার কোম্পানি যারা বিল গেটসকে জিজ্ঞেস করছিলো তিনি অপারেটিং সিস্টেম  বানাতে পারবেন কিনা। ২৪ বছর বয়সী বিল পারেন না বলেন নি। আসলেই তিনি পারতেন না। তখন মাইক্রোসফট কয়েকজনকে নিয়ে শুরু করেছেন মাত্র। প্রোগ্রাম বানাতেন তবে অপারেটিং সিস্টেম না। IMB কে বলে আসলেন পারবো এবং এই যে বলছিলেন পারবো এইটাই আজকের ইতিহাস। না পেরেও পারবো বলার কারণ হলো যা পারবেন না সেটা পারতে হবে। খুঁজে দেখতে হবে কেমন করে পারা যায়।  পরে বিল অপারেটিং সিস্টেম কিনে নেন  আরেকজন প্রোগ্রামিং পাগলের কাছ থেকে। তিনি গ্যারি কিন্ডেল যিনি কিনা আজকের বিল গেটস হতে পারতেন। পারেন নি কারণ তিনি প্রোগ্রাম বুঝতেন তবে ব্যবসা নয়। বিল গেটস দুইটাই বুজতেন।