Saturday, November 12, 2016

বিল গেটস দুইটাই বুজতেন।

IMB (International Business Machines) পৃথিবীর সর্ববৃহৎ ও সর্বপ্রথম কম্পিউটার কোম্পানি যারা বিল গেটসকে জিজ্ঞেস করছিলো তিনি অপারেটিং সিস্টেম  বানাতে পারবেন কিনা। ২৪ বছর বয়সী বিল পারেন না বলেন নি। আসলেই তিনি পারতেন না। তখন মাইক্রোসফট কয়েকজনকে নিয়ে শুরু করেছেন মাত্র। প্রোগ্রাম বানাতেন তবে অপারেটিং সিস্টেম না। IMB কে বলে আসলেন পারবো এবং এই যে বলছিলেন পারবো এইটাই আজকের ইতিহাস। না পেরেও পারবো বলার কারণ হলো যা পারবেন না সেটা পারতে হবে। খুঁজে দেখতে হবে কেমন করে পারা যায়।  পরে বিল অপারেটিং সিস্টেম কিনে নেন  আরেকজন প্রোগ্রামিং পাগলের কাছ থেকে। তিনি গ্যারি কিন্ডেল যিনি কিনা আজকের বিল গেটস হতে পারতেন। পারেন নি কারণ তিনি প্রোগ্রাম বুঝতেন তবে ব্যবসা নয়। বিল গেটস দুইটাই বুজতেন। 

No comments:

Post a Comment