আপনার সম্পদ যা যা আছে :
আপনার মাকে আপনি অনেক ভালোবাসেন ?
হ্যা
আপনি দুনিয়ার তাবৎ মাদেরকে সম্মান করেন
অতএব আপনি সম্মান করতে জানেন (সম্পদ ১) ।
আপনি আজকে রাস্তার মোড়ের পড়ে থাকা মানুষটাকে ১ টাকা দিছেন শুধু মাত্র খারাপ লাগছে বিধায়?
হ্যা
আপনার খারাপ লাগা নামক সম্পদ ও আছে (সম্পদ ২) ।
কালকে যে মিথ্যা কথা বলছেন তার জন্য ঘুম লাগছে না আজকে ?
হ্যা
আপনি মিথ্যা কথা বলতে পারবেন না ,আপনি সত্য কথা বলেন,আপনি সত্যবাদী (সম্পদ ৩) ।
আপনার মেয়েবন্ধ চিট করছে অথচ তার প্রাইভেট পিক গুগল করেন নি?
হ্যা
আপনি অন্যের সম্মান রক্ষা করতে বদ্ধ পরিকর (সম্পদ ৪ ) ।
আপনি বিশ্ববিদ্যায়লয় থেকে মাস্টার্স করছেন অথচ ডিগ্রি পাস শিক্ষককের সামনে মাথা নিচু করে কথা বলেন?
হ্যা
আপনি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং অতীত ভূলেন না ,আপনি কৃতজ্ঞ (সম্পদ ৫) ।
এই সব গুলো সম্পদ আছে এর মানে আপনার মনুষত্ব নামক আরেকটা সম্পদে ধনী।
কংগ্রেটস আপনি মানুষ। ...........
আপনার মাকে আপনি অনেক ভালোবাসেন ?
হ্যা
আপনি দুনিয়ার তাবৎ মাদেরকে সম্মান করেন
অতএব আপনি সম্মান করতে জানেন (সম্পদ ১) ।
আপনি আজকে রাস্তার মোড়ের পড়ে থাকা মানুষটাকে ১ টাকা দিছেন শুধু মাত্র খারাপ লাগছে বিধায়?
হ্যা
আপনার খারাপ লাগা নামক সম্পদ ও আছে (সম্পদ ২) ।
কালকে যে মিথ্যা কথা বলছেন তার জন্য ঘুম লাগছে না আজকে ?
হ্যা
আপনি মিথ্যা কথা বলতে পারবেন না ,আপনি সত্য কথা বলেন,আপনি সত্যবাদী (সম্পদ ৩) ।
আপনার মেয়েবন্ধ চিট করছে অথচ তার প্রাইভেট পিক গুগল করেন নি?
হ্যা
আপনি অন্যের সম্মান রক্ষা করতে বদ্ধ পরিকর (সম্পদ ৪ ) ।
আপনি বিশ্ববিদ্যায়লয় থেকে মাস্টার্স করছেন অথচ ডিগ্রি পাস শিক্ষককের সামনে মাথা নিচু করে কথা বলেন?
হ্যা
আপনি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং অতীত ভূলেন না ,আপনি কৃতজ্ঞ (সম্পদ ৫) ।
এই সব গুলো সম্পদ আছে এর মানে আপনার মনুষত্ব নামক আরেকটা সম্পদে ধনী।
কংগ্রেটস আপনি মানুষ। ...........
No comments:
Post a Comment