Thursday, January 29, 2015

অনেক সপ্ন তকে  ঘিরে,কখন যে সময়ের সাথে সাথে বড় হয়ে গেলি। অনেক ভালো কিছু কর ভাই। হ্যা ,বলছি আমার ছোট ভাই সামনের কথা। আমি আদর করে ওকে ডাকি ''সায়্মনা '' .......আমি খুব হ্যাপি কারণ একটা ভাই হওয়ার জন্য যা যা দরকার তার সবকটা গুন তার মাঝে লক্ষনীয়। আল্লাহর রহমতে আমরা গোল্ডেন এ প্লাস আসা করি তার কাছ  থেকে। ..........সামনে যা ভাই আমার সর্বশেষ রক্তবিন্দু যত সময় আছে। .........
দু একদিনের মাঝে সে এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছে। আমি ওর জন্য দুয়া আপনাদের কাসে চাচ্ছি। .....................

Tuesday, January 6, 2015

আমি মানুষ্ আমার ভূল হবেই। তখনই আমরা মনুষত্বের পরিচয় দেই যখন আমরা ভুলটা মেনে নিয়ে মাফ চাই। আসুন আমার ভেতরের আমিত্ব কে জেগে তুলি এক বিশালতায় যেখানে মানবিকতা হবে আমাদের একমাত্র দিক।
To err is human.When we say sorry after realizing our mistakes ,then we prove that we are human.Let's awake our-self up there where our humanity will be only one way of leading life.

Saturday, January 3, 2015

স্বাধীনতা আমরা সবাই চাই। কতটুকু স্বাধীনতা আমি হতে চাই বা কতখানি স্বাধীন হলে পরে আমি আমার আমিটুকু ধরে রাখতে পারব?স্বাধীনতা মানে কি আমি যা খুশি তা করতে পারা নাকি অনেক সীমাবদ্ধতার মাজে নিজের অধিকার টুকুন ছিনেয়ে আনা ?আজকালকের স্বাধীনতা দেখলে নিজেকে পরাধীন মনে হয় কিনা জানিনা ,তবে এই স্বাধীনতায় যোগ না দিলেও কাওকে এটা বলতে দেব না.........সে প্রগতিশীল নয়। 


Friday, January 2, 2015

প্রয়োজনীতাই  উদ্ভাবনের জনক। প্রয়োজন হলো কম্পিউটার আবিষ্কার করব ;করলাম।ল্যাপটপ এসে ডেস্কটপকে দিল বিদায়। আইপড ,ট্যাবলেট এসে ল্যাপটপ কেও দিচ্ছে বিদায়ের ঘন্টা। এইগুলা আবার বই-পুস্তক কে বিদায় দিবে দিবে এই অবস্থা। গুগলে কবিতা ,উপন্যাস আর কত আর্টিকেল-ই তো পরি। হাতে বই নিয়ে  পরার মত সেই আনন্দ কি হয় ? লাইব্রেরি গুলা যেন ধংশ না হয় এই আকুতি বিজ্ঞান এবং সেই মানুষদের কাছে যাদেরকে দেখে আমরা বই পড়তে অনুপ্রানিত হই।