স্বাধীনতা আমরা সবাই চাই। কতটুকু স্বাধীনতা আমি হতে চাই বা কতখানি স্বাধীন হলে পরে আমি আমার আমিটুকু ধরে রাখতে পারব?স্বাধীনতা মানে কি আমি যা খুশি তা করতে পারা নাকি অনেক সীমাবদ্ধতার মাজে নিজের অধিকার টুকুন ছিনেয়ে আনা ?আজকালকের স্বাধীনতা দেখলে নিজেকে পরাধীন মনে হয় কিনা জানিনা ,তবে এই স্বাধীনতায় যোগ না দিলেও কাওকে এটা বলতে দেব না.........সে প্রগতিশীল নয়।
No comments:
Post a Comment