প্রয়োজনীতাই উদ্ভাবনের জনক। প্রয়োজন হলো কম্পিউটার আবিষ্কার করব ;করলাম।ল্যাপটপ এসে ডেস্কটপকে দিল বিদায়। আইপড ,ট্যাবলেট এসে ল্যাপটপ কেও দিচ্ছে বিদায়ের ঘন্টা। এইগুলা আবার বই-পুস্তক কে বিদায় দিবে দিবে এই অবস্থা। গুগলে কবিতা ,উপন্যাস আর কত আর্টিকেল-ই তো পরি। হাতে বই নিয়ে পরার মত সেই আনন্দ কি হয় ? লাইব্রেরি গুলা যেন ধংশ না হয় এই আকুতি বিজ্ঞান এবং সেই মানুষদের কাছে যাদেরকে দেখে আমরা বই পড়তে অনুপ্রানিত হই।
No comments:
Post a Comment