Monday, March 30, 2015

কই গেলে,
কী করলে,
কিরূপ হলে,
কেমনে চললে.............শান্তি পাওয়া যায় ?

Friday, March 27, 2015

অভিধানের একটা শব্দকে আমরা আজকাল  অর্থ না বুঝেই  ব্যবহার করি সেটা হচ্ছে--------- স্মার্টনেস।
আরে না-রে........স্মার্টনেস আসে মস্তিষ্ক থেকে ,শরীর থেকে নয়।

Thursday, March 26, 2015


Triangle to Rectangle

It was the first of college for all. It’s an amazing day because it was slightly sunny day. We all love that kind of sunny day, don’t we? How’s everyone, hopefully everyone is fine, is not it? ‘’Yeah’’ came from each and every student as a response. Fine, let’s introduce ourselves with each other. Start from here then. Here means from the front side .Probably it’s a rule worldly that everything has to be started from front to back. Sir wasn't against the rule in this sense as he said to start introducing from the front to back. Anyway, they expressed themselves one by one.Like, shondi started,I am shondi,I am from KK High school and I got A+.He was a confident boy,it was not hidden to all. The way he introduced himself, was a tremendous introduction.By this term, everyone introduced themselves.The last one was sovvata,the cutest girl in the class and very charming.She was also very confident.She dint get A+ in SSC literally ,but she was extremely talented.Shondi and kabbo talked about the girl in the meanwhile.Shondi said to kabbo that she is so cute and talented. Kabbo replied,talked to her and proposed her for love.No way my friend,I liked ratri and my heart is not empty to place someone else.All I could I could make her friend.Ratri was a school friend of shondi,he used to like her,but she dint like that way because she loved her cousin.They were connected  over two years that time.When shondi had known that ratri was not single,she loved someone else.He tried to forget her.If you try to forget someone,you cant forget over night.kabbo said,forget it and don’t take everything so seriously,man.Just try to get her and pass your dyas,it’s no gonna be actual love.Just time pass.Shondi said I cant,man.I cant cheat with someone like this.For what ? It’s bad,kabbo.Dont insist me further please like this.Ok,I am sorry.Mama please don’t mind,we cant do bad stuff.You are my bosom friend,you should not be sorry to me.There is no sorry,thanks in friendship,you know there.Yeah,Really you are great mama.Mama is a word what refers a close friendship in between two. Next day all were present at the college and so sincere about study.Everything we do,we do care a lot first time and whoever does parallel task,is a gainer.All well that ends well.As I mentioned meanwhile that sovvota was a friendly girl,yes she was.She called shondi ,hey shondi,where are you going? Shondi  astonished that how she knew his name.Anyway,he replied,I am going to library.Oh,good,replied Sovvota.Within a some days they were good friends and they used to read mathematics by romesh sir.He was a good sir in math,but he did not have that ability to make his student perceive all the stuffs .Anyway,they used go to him because of practical marks;all of the students knew that.Ohab,another bossom friend of shondi,he requested shondi to make a good deal with sovvota.He said he loves sovvota,but shondi knew that it was a another source for him to pass time.shondi tought to himself that he should not talk to sovvota about ohab.He is a playing boy.shondi cant make a girl’s life hell by saying or helping a playing boy for her.Sovvota was the best friend to shondi .Days were going in a same way and they were so close friend.One day,shondi said something bad about sovvota’s school friend.He then felt sorry about it.Somehow sovvota heared it and talked to shondi in a rude mode.That time shondi got shocked and upset because he did not expect anything bad from sovvota. Even he had known that shovva liked him a lot as a friend and sovvota was his best friend.Shondi also reacted back.Since then they were separated for one year.They did not talk with each other .They were like enemy then.If sovvota said something to sir,shondi took a part for making sir refusing her speeches.After One year later,runa had come to them and talked to them like a big boss.She said to shondi and sovvota to break all silences and rejoin once again because it was time to finis their college life. 
Next is coming......... 

Wednesday, March 25, 2015

৪৪ বছরের হে বিমুগ্ধ জননী
আকাশ চূয়ার স্পর্দা নিয়ে ,
উড়ুক আমার পরিচয় ;
লাল-সবুজ পতাকাখানী।

এই আমি গায়ে পরে কথা বলি না সেটা হয়ত তুমিও জানো। নির্লজ্জের মত বার বার কথা বলতে গেছি তোমার কাছে ,সেটা বুঝনি তুমি ? কেউ অবহেলা করলে ,পরের দিন থেকে সে আমার মুখই দেখে নাই এমনও অনেক আছে ,সেই আমি তোমার শত অবহেলার পরও মুখ ফেরাই  নি , দেখনি তুমি ? আচ্ছা মেয়ে ,ভালবাসা কি তাহলে ? সেটাও বুঝো নি ,তাই না ?

Tuesday, March 24, 2015

তোমাতে তুমি সুন্দর। .............................

Sunday, March 22, 2015

বিবেক বলে কী আর আমি করি কী ? আমি বিবেকে বসবাস করি নাকি  বিবেক আমার  মাঝে বসবাস করে ?
কেমনে কি ?

Thursday, March 19, 2015

প্রভাবশালীরা জগতে এমনি করেই বেচে থাকে যুগ যুগ ধরে। পৃথিবীটা সবার জন্য উন্মুক্ত হওয়া উচিত ছিল। মিথ্যায় আনন্দ আছে ? 

Tuesday, March 17, 2015

ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। .....
প্রত্যেকটা শিশুই সম্ভাবনাময়।....................................
অন্ধকারের ,ওগোচুরের প্রত্যেকটা আলোর ঝলকানি একদিন উদ্ভাসিত হবেই হবে। .....................................

Monday, March 16, 2015

বৃষ্টির রাত ,অঝর ধারায় বৃষ্টি হচ্চে সেই সকাল থেকে। থামার কোনো নামগন্ধ নাই। কাব্যের মা ,লিলি বেগম বিড়বিড় বলছেন আজকে অনেক মেহমান আসবে সেই জন্য এই গজব নামছে আর কিছুই না। মানুষ রাগের মাঝে অনেক অসুন্দর কথা বলে যা রাগ শেষ হলে টের পাই। আজকে কাব্যদের গ্রামের মসজিদে তাফসির হবে,অনেক বড় বড় বক্তা আসবেন। সেই লক্ষে কাব্যের ফুফু ও ফুফাত ভাই -বোনেরা আসবে। কাব্যের ভাবতেই ভালো লাগতেছে। লিলি বেগম এই জন্য একটু চিন্তিত বৃষ্টির জন্য কারণ বৃষ্টির পানি রান্না ঘরে পড়ে যা মেঝের অবস্থা খরাপ করে দেয়। অনেক কুটুম আসবে,সব সময় চা-বিস্কুটের উপর থাকতে হবে,এখন এই ভাবে বৃষ্টি পড়লে সেটা আর সম্ভব হচ্ছে না। আর অসম্ভব হলে পরে মান ইজ্জত থাকবে না। পর্দার আড়ালে আমার মা ও বোনেরা,এই বৃষ্টির দিনে নিশ্চই পিটা-সন্দেশ আর নানান খাবার নিয়ে ভীষণ ঝামেলায় আছেন তবুও বলছি আমরা একটু সময় বের করি কিছু কথা শুনার জন্য।  প্রথমেই আমার সালাম গ্রহণ করুন। কাব্যের ফুফাত বোন্ সীমা বলছে'' আচ্ছা মামী,এখন তো  তোমাদের আগের চেয়ে অবস্থা ভালো তাহলে ঘর-দুয়ার টিকটাক করতেছ না কেন ?এত কৃপণ হলে হয়। ........'' মা রে তর মামা যা টাকা দেন এইটা দিয়ে তো ঘর-সংসার চলে না,তার উপর আবার কাব্যের পড়ালেখায় অনেক খরচ হয়ে যায়। ও আচ্ছা,ভালো কথা। জায়গা জমি কিছু কিছু  নাকি ? নারে মা ,জায়গা জমি কেনার টাকা হাতে নাই। তবে দুয়া করিস যেন ছেলেমেয়েদেরকে মানুষ করতে পারি। সবাই কানাগুষা করে কাব্যের বাবা একটা বাদাইম্মা আর মা একটা হইছে শুধু খায় আর ঘুমায়। কাব্যের কানে যায় এই কথাবার্তা যা থাকে আহত করে। কাব্যের মায়ের কথা হচ্ছে ছেলেমেয়েদেরকে না পড়িয়ে,সুন্দর একটা পরিবেশ না দিয়ে ,সাধ্যের ভিতরে ভালোমন্দ না খাইয়ে শুধু টাকা জমিয়ে জমিজমা কেনার কোনো মানে হয় না। এদেরকে ভালো পরিবেশ দিলে ,ভালো শিক্ষা দিলে এরাই  তাদের নিজের গন্তব্য টিক চিনে নেবে। কাব্যকে ডেকে আজ এত সহজে পাব যাবে না। খাঁচার পাখি আজ অনেকদিন পর একটা অনুষ্টানের কারণে ছাড়া পাইছে। তবে এটা নিশ্চিত যে কাব্য মসজিদে তাফসির শুনতেছে না। তাফসির তো একটা অনুষ্টান মাত্র,কাব্যের কাছে। ক্লাস সিক্স এ পড়ে ,কাব্য তখন। খুব লজ্জার মধ্য দিয়ে একটা তাফসিরময় রাত গেল। আজ ৪ বছর পর ,কাব্য দেশে ফিরছে MBA শেষ করে,অস্ট্রেলিয়া থেকে ।স্কলারশিপ নিয়ে অস্ট্রেলিয়ায় গিয়েছিল।  স্নিগ্ধা,কাব্যের ইমিডিয়েট ছোট বোন এবার 3RD ইয়ার এ। বাংলায় অনার্স করতেছে। সবচেয়ে কচ্চর যেটা রুপম,অসম্ভব ঝালায় সবাইকে। সে এবার ইন্টার 1ST ইয়ার এ। রায়হান আলম অনেক খুশি ,লিলি বেগমের উপর। টাকা দিয়ে জায়গা কিনলে কি হত উনি জানেন না তবে সন্তানদেরকে নিয়ে গর্ব করা যায় অবলীলায়। ছেলে আবার চলে যাবে চার মাস পর।  অস্ট্রেলিয়ায় একটা জব এ করে আসছে ইতিমধ্যে। অনেকদিনের সপ্ন বাবামায়ের নামে একটা স্কুল করবে এই জন্য দেশে আসা। 
ভালো থাকতে চাই.............তাই সব কিছুই সহজভাবে নিতে হবে যা আমি পারি না।
ভালো থাকতে চাই.. ........তাই সবাইকে আপন ভাবা যাবে না যা আমি করে থাকি। 

Saturday, March 14, 2015

উচু উচু দালান আকাশ স্পর্শ করার স্পর্ধা নিয়ে দাড়িয়ে আছে
তবুও,আমার চুখে প্রতিচ্ছবি ভাসে ওই কুড়েঘরের ,
যা মাটিতে মিশে যাবার ভয় নিয়ে আছে দাড়িয়ে।
রুদ্রে পুড়ে হত শুষ্ক ,বৃষ্টিতে করত স্নান।
এই বিশাল পথে আমি খুজি কাদামাটির স্পর্শ।
হাজারো শব্দের মাঝে খুজি আমার অর্জিত বাংলা।