উচু উচু দালান আকাশ স্পর্শ করার স্পর্ধা নিয়ে দাড়িয়ে আছে
তবুও,আমার চুখে প্রতিচ্ছবি ভাসে ওই কুড়েঘরের ,
যা মাটিতে মিশে যাবার ভয় নিয়ে আছে দাড়িয়ে।
রুদ্রে পুড়ে হত শুষ্ক ,বৃষ্টিতে করত স্নান।
এই বিশাল পথে আমি খুজি কাদামাটির স্পর্শ।
হাজারো শব্দের মাঝে খুজি আমার অর্জিত বাংলা।
তবুও,আমার চুখে প্রতিচ্ছবি ভাসে ওই কুড়েঘরের ,
যা মাটিতে মিশে যাবার ভয় নিয়ে আছে দাড়িয়ে।
রুদ্রে পুড়ে হত শুষ্ক ,বৃষ্টিতে করত স্নান।
এই বিশাল পথে আমি খুজি কাদামাটির স্পর্শ।
হাজারো শব্দের মাঝে খুজি আমার অর্জিত বাংলা।
No comments:
Post a Comment