Wednesday, June 24, 2015

জোর করে কিছুই হয় না --এমনকি নিজের ঘুমটাও না । 

Monday, June 15, 2015

খুকী তোকে রানীর বেশে রাখতাম-রে।
আমার রাজ্যবিহীন কুড়ে ঘরে।
তর-আমার এই দেয়ালের মাঝে
অনেক অকথ্য কাহিনী রে।
আমি তোকে খুঝে নেবো
এই জনমের পরে। .......................
খুব সম্ভব সম্মানের জায়গাটা খোয়া গেলে আর যাই থাকুক ভালবাসা থাকে না।...........

Wednesday, June 10, 2015

তুই আমার হবি না,
আবার ভুলতেও দিবি না। 
আমি তোর হতে চেয়েছিলাম 
আর এখন বরশীর টেপ। ..........................

Monday, June 8, 2015

ফিসফিসিয়ে কথাগুলার প্রতিধ্বনি
আমি আজ ও অনুভূতিতে;
                                লালন করি।
কাদি এখনো আড়ালে,নিভৃতে।
তোর জন্য কাদতে ও যে,
আমার খুব ভালো লাগে।
একটা কথা অস্বিকার করবি না।
আমিই শিখিয়েছি যা ছিল তর অজানা।
আসলে কী ভালবাসা ?
আমি তোকে খুঁজে নেব,
অন্যের মাঝে টিকই।
ভালোবাসবো তোকেই ভেবেই।
জানি ভুলে যাবি,
এই অবেলার মাঝিকে।
একটা অনুরোধ রাখবি ?
একবার চোখবুঝে তুই;
       কী আমায় দেখবি ?
তোর চোখের অন্ধকারে আমি;
প্রতিচ্ছবি হতে চাই।
বুঝবে কী তোর ওই মায়াবী;
চোখগুলি ?
অনেক কিছু-ই  আজ নিজের মত করে নিছি
শুধু আমি আমাকে সরিয়ে আনতে পারিনি,
তোমার ওই আঙ্গিনা থেকে যেখানে;
আমি আজও অবহেলিত। 
তবে তোকে এখনো ভালবাসি,
অন্ধের মত। .............................

Sunday, June 7, 2015

সে অভিনয় ধরতে পারলো  না। ..
আমি লুকিয়ে ছিলাম যা যা।
হাহাকার আর বোবা কান্না।
সবই ছিল আড়ালে,কথা লুকিয়ে
যা সে দরতে পারে না। ...................
তোরা আয় না আমার সাথে,বলি তাকে। ..
তুই সুখী হু। ...........

Saturday, June 6, 2015

আজব! যার জন্য আমি প্রতেকটা সেকেন্ড গণনা করি এখনো,সে নেয় আমার অনুমতি। 

Friday, June 5, 2015

আগে মানুষ,পরে ধর্ম। মায়ানমারে মানুষকে মারা হচ্চে,মুসলমানকে নয়। 

Wednesday, June 3, 2015

আমার কাছে আমার নির্ধারিত টিকানায় পৌছা-ই সাফল্য সেটা হেটে হোক অথবা  গড়িয়ে হোক। কথা একটাই টিকে থাকতে হবে,টিকে না থাকার কারণে অনেক বড় বড় ডিগ্রিধারী আর মেধাবীরা কালের জলে ডুবে গিয়েছে সেটা আমরা লক্ষ্য করি না,না করেই চেপে দেই এই সেই না করলে সফল হওয়া যাবে না। এতে আত্মার অথবা দৈহিক মৃত্যু ঘটে। দেহ যেখানে হাটাচলার জন্য আর সেখানে আত্মা সফলতার জন্য।এ প্লাস না পাওযার জন্য ,ব্রেক-আপ হওযার বা অন্যান্য সাময়িক ব্রেকথ্রু এর জন্য মারা যেতে হবে কেন ? নিজে বাচলে সফলতা আসবেই যদি আত্মার মৃত্যু না ঘটে। ...................

Tuesday, June 2, 2015

সমাজ ও বন্ধুবান্ধব থেকে বিচ্ছিন-প্রায় আমি। মানবসমুদ্রে সাতার কাটার খুব ইচ্ছা আমার অনেক পুরনো দিনের।এই সময়টা প্রস্তুতিকাল এখন। ............................
সত্য লুকিয়ে রাখার চাপ সত্যি খুবই চাপময়।  সত্যকে লুকিয়ে রাখা আর বিশাল আকারের একটা পাথর বেধে পানিতে নেমে পরা এক তারপরও ঐদিন পর্যন্ত কিছু সত্যকে সাময়িকভাবে লুকিয়ে, মিথ্যার সাথে চাপিয়ে ,বড় সত্যের আনন্দে দিন কাটে নির্দিধায়। আর সেই বড় সত্যের ধারপ্রান্তে। মহান আল্লাহ খুব বিচিত্রময়। ..........