জোর করে কিছুই হয় না --এমনকি নিজের ঘুমটাও না ।
Wednesday, June 24, 2015
Monday, June 15, 2015
Wednesday, June 10, 2015
Monday, June 8, 2015
ফিসফিসিয়ে কথাগুলার প্রতিধ্বনি
আমি আজ ও অনুভূতিতে;
লালন করি।
কাদি এখনো আড়ালে,নিভৃতে।
তোর জন্য কাদতে ও যে,
আমার খুব ভালো লাগে।
একটা কথা অস্বিকার করবি না।
আমিই শিখিয়েছি যা ছিল তর অজানা।
আসলে কী ভালবাসা ?
আমি তোকে খুঁজে নেব,
অন্যের মাঝে টিকই।
ভালোবাসবো তোকেই ভেবেই।
জানি ভুলে যাবি,
এই অবেলার মাঝিকে।
একটা অনুরোধ রাখবি ?
একবার চোখবুঝে তুই;
কী আমায় দেখবি ?
তোর চোখের অন্ধকারে আমি;
প্রতিচ্ছবি হতে চাই।
বুঝবে কী তোর ওই মায়াবী;
চোখগুলি ?
আমি আজ ও অনুভূতিতে;
লালন করি।
কাদি এখনো আড়ালে,নিভৃতে।
তোর জন্য কাদতে ও যে,
আমার খুব ভালো লাগে।
একটা কথা অস্বিকার করবি না।
আমিই শিখিয়েছি যা ছিল তর অজানা।
আসলে কী ভালবাসা ?
আমি তোকে খুঁজে নেব,
অন্যের মাঝে টিকই।
ভালোবাসবো তোকেই ভেবেই।
জানি ভুলে যাবি,
এই অবেলার মাঝিকে।
একটা অনুরোধ রাখবি ?
একবার চোখবুঝে তুই;
কী আমায় দেখবি ?
তোর চোখের অন্ধকারে আমি;
প্রতিচ্ছবি হতে চাই।
বুঝবে কী তোর ওই মায়াবী;
চোখগুলি ?
Sunday, June 7, 2015
Wednesday, June 3, 2015
আমার কাছে আমার নির্ধারিত টিকানায় পৌছা-ই সাফল্য সেটা হেটে হোক অথবা গড়িয়ে হোক। কথা একটাই টিকে থাকতে হবে,টিকে না থাকার কারণে অনেক বড় বড় ডিগ্রিধারী আর মেধাবীরা কালের জলে ডুবে গিয়েছে সেটা আমরা লক্ষ্য করি না,না করেই চেপে দেই এই সেই না করলে সফল হওয়া যাবে না। এতে আত্মার অথবা দৈহিক মৃত্যু ঘটে। দেহ যেখানে হাটাচলার জন্য আর সেখানে আত্মা সফলতার জন্য।এ প্লাস না পাওযার জন্য ,ব্রেক-আপ হওযার বা অন্যান্য সাময়িক ব্রেকথ্রু এর জন্য মারা যেতে হবে কেন ? নিজে বাচলে সফলতা আসবেই যদি আত্মার মৃত্যু না ঘটে। ...................
Tuesday, June 2, 2015
Subscribe to:
Posts (Atom)