Monday, June 8, 2015

ফিসফিসিয়ে কথাগুলার প্রতিধ্বনি
আমি আজ ও অনুভূতিতে;
                                লালন করি।
কাদি এখনো আড়ালে,নিভৃতে।
তোর জন্য কাদতে ও যে,
আমার খুব ভালো লাগে।
একটা কথা অস্বিকার করবি না।
আমিই শিখিয়েছি যা ছিল তর অজানা।
আসলে কী ভালবাসা ?
আমি তোকে খুঁজে নেব,
অন্যের মাঝে টিকই।
ভালোবাসবো তোকেই ভেবেই।
জানি ভুলে যাবি,
এই অবেলার মাঝিকে।
একটা অনুরোধ রাখবি ?
একবার চোখবুঝে তুই;
       কী আমায় দেখবি ?
তোর চোখের অন্ধকারে আমি;
প্রতিচ্ছবি হতে চাই।
বুঝবে কী তোর ওই মায়াবী;
চোখগুলি ?

No comments:

Post a Comment