আমার কাছে আমার নির্ধারিত টিকানায় পৌছা-ই সাফল্য সেটা হেটে হোক অথবা গড়িয়ে হোক। কথা একটাই টিকে থাকতে হবে,টিকে না থাকার কারণে অনেক বড় বড় ডিগ্রিধারী আর মেধাবীরা কালের জলে ডুবে গিয়েছে সেটা আমরা লক্ষ্য করি না,না করেই চেপে দেই এই সেই না করলে সফল হওয়া যাবে না। এতে আত্মার অথবা দৈহিক মৃত্যু ঘটে। দেহ যেখানে হাটাচলার জন্য আর সেখানে আত্মা সফলতার জন্য।এ প্লাস না পাওযার জন্য ,ব্রেক-আপ হওযার বা অন্যান্য সাময়িক ব্রেকথ্রু এর জন্য মারা যেতে হবে কেন ? নিজে বাচলে সফলতা আসবেই যদি আত্মার মৃত্যু না ঘটে। ...................
No comments:
Post a Comment