স্বপ্ন
কবিতা লিখবো তোমাকে নিয়ে
কবিতা লিখবো তোমাকে নিয়ে
তোমায় আঁকবো ক্যানভাসে।
তোমাকে সাজিয়ে নেব
আমার রাত জাগা উপ্যনাসে,
তোমাকে রাগাবো আমার স্বপ্নে।
আমি চেয়ে থাকবো তোমার মায়াবী মুখ পানে
মায়াবতীকে খুব সহজে রাগিয়ে।
ভালোবাসি আর তা দূর থেকেই
আমি পারবো না রাত ভোর করতে
তুমি যদি যাও হারিয়ে।
No comments:
Post a Comment