যা ভালবাসেন তা করলে,সেটা একটা পূর্ণতা পায়।প্যাশন না থাকলে একটা কাজকে কখনো স্ট্যান্ড করাতে পারবেন না। প্যাশন হচ্চে সব। আপনি চাইলেই একের অধিক মেয়েকে ভালবাসতে পারবেন না। যে হারামজাদি আপনার ঘুম নস্ট করে তাকেই আপনি ভালবাসেন। সেটাই তো ? আপনার তাকে ছাড়া ভালো লাগবে না,তাকে মনে পড়বে ঘুমের মাঝে,খাবার খেতে এমনকি ওয়াশরুমে যখন আপনি বসে থাকবেন ঢেকির উপর।টিক একইভাবে আপনার একটা প্যাশন আছে যা আপনি বের করেছেন বা এখনো বের করেন নি। না করলে,সময় নিয়ে বের করেন। প্রত্যেক মানুষের একটা বিশেষ দিক আছে যা তার কাছে অনেক সহজ আর ওই মেয়েটার মত অনেক ভালোবাসার।
প্যাশন ছাড়া জুকারবার্গ সময় নষ্ট করার ওয়েবসাইট ফেসবুক ক্রিয়েট করত না। প্যাশন ছাড়া বিশ্ব সেরা হত না সাকিব আল হাসান। নিউ ইয়র্ক বসে গুগল করে বাংলাদেশ চিনাতে হয়না আমাদের।আমার দেশের ম্যাপ এখন সাকিব-মুস্তাফিজ -মুসফিক।অবশেষে পরিশেষে একনিমিষে বলে রাখি দক্ষতা অর্জন করেন তা না হলে ডেস্কটপ এর মত বিলীন হয়ে যাবেন।
No comments:
Post a Comment