Monday, October 17, 2016

আমরা ও স্কিল বা দক্ষতা :

আমরা ও স্কিল বা দক্ষতা :
আমাদের সবার চলার পথে অনেক সংগ্রাম করতে হয়। সংগ্রামটা উঁচু পর্যায়ে চলে আসে যখন আমাদের নির্দিষ্ট স্কিল বা দক্ষতা থাকে না। আবার অনেকেরই অনেক উঁচু মানের স্কিল আছে তবে  তারা সেটা বুঝে না।তারা বুঝে না যে তাদের এই দক্ষতাগুলোকে অনেক কাজে লাগানো যেতে পারে। এই যেমন আপনি দশ জন মানুষের সামনে দাঁড়িয়ে সুন্দর করে কিছু একটা বলতে পারেন সেটা ও একটা স্কিল। সেটা কোন কাজে আসতে পারে ? এই যেমন আপনি শিক্ষকতা করতে পারেন অথবা মার্কেটিং-এর  কাজ করতে পারেন (অবশ্য আপনাকে প্রাতিষ্টানিক শিক্ষায় শিক্ষিত হতে হবে ) । আপনি গণিত খুব ভালো পারেন অথবা ইংরেজি অথবা অন্য কোনো কিছু। এই গুলার ভিডিও বানান ,ইউটুবে আপ করেন। শ্রম দিলে মাসে কয়েক হাজার টাকা কোনো ব্যাপারই না।আর স্টুডেন্ট তো পড়াতে পারেন। মাসে ১০-১৫ হাজার টাকা ইনকাম করে এরকম কয়েকটা বন্ধু আমার আছে।  আচ্ছা এখন আসা যাক যাদের কোনো স্পিসিফিক দক্ষতা নেই অথচ কয়েকটা ডিগ্রির মালিক হয়ে গেছেন তাদের কাছে। আপনি আজকাল কী পাবেন না ইউটুব ও গুগলে ? কী পাবেন না সেটা বলেন ? আপনি ভূগোলের বা ইতিহাসের  ছাত্র হয়েও বড় একজন প্রোগ্রামারসহ অন্য যেকোন কিছু  হতে পারবেন শুধু মাত্র ইন্টারনেটের সাহায্যে (অবশ্য  অ্যাডভান্স লেভেলের জন্য কিছু প্রাতিষ্টানিক শিক্ষার ও দরকার আছে ) । আমার অনেক ভাই-বন্ধু মিডলইস্ট এ থাকে যাদের অনেকের  স্কিল বলতে কিছু নেই।  এরা হাবিজাবি কিছু কাজ করে আর মাস শেষে পায় ২০-২৫ হাজার টাকা যা আমাদের দেশের ফুচকার মামার ইনকাম থেকে ও অনেক কম। এরা জীবনের সিংহভাগ সময় ভাই-বন্ধু ও পরিবার ছেড়ে দূরে কাটিয়ে দেয়। আর যারা কিছু দেশ থেকে শিখে গেছে তাদের ইনকাম সবারই ৫০ হাজার থেকে শুরু করে আরো বেশি। কথা হচ্ছে নির্দিষ্ট স্কিলের পেছনে কাজ করেন। একটা তাবিজ যেমন বছরের পর বছর পানিতে ভিজিয়ে সেই পানি পান করা যায় ঠিক তেমনি একটা স্কিলকে কেন্দ্র করে আপনি ও চলতে পারবেন। 

No comments:

Post a Comment