সততার গল্প
সাবলম্বী ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ,বালিয়াকান্দি ,রাজবাড়ী।
জন্মলগ্ন থেকেই মানুষ ভালোমন্দ বা সৎ হয়ে জন্মায় না। সৎ মানুষকে হতে হয়। ঠিক তেমনি জগতের খারাপ মানুষগুলো ও খারাপ হয়ে জন্মায়নি। আমরা সবাই এক সময় নিষ্পাপ ছিলাম অর্থাৎ সবাই এক বিন্দু থেকে শুরু করেছিলাম। মানুষকে আমি প্রকৃতির সাথে তুলনা করি। প্রকৃতি যেমন উজাড় করে দেয় আবার হিংস্র হলে সব কিছু কেড়ে নিতে দ্বিধাবোধ করে না। প্রকৃতি দেয় বেশি,কেড়ে নেয় খুব কম। ঠিক একইভাবে মানুষ উদার আর হিংস্র। যাইহোক ,একটা শিশু প্রকৃতি থেকে শিখে। যা দেখে তা থেকে শিখে। যা করতে দেয়া হয় তা থেকে শিখে। আমাদেরকে ওই ছোট্টবেলায় যখনই বলা হয়েছে 'এটা করো না ,এটা করা টিক না ,আল্লাহ মারবে ' । বিশ্বাস করেন আমরা অনেকেই ওই নিষেধ করা জিনিসগুলি আজও করি নাই।আমরা যে যেভাবে বড় হয়েছে ঠিক সে সেভাবে চিন্তা করতে শিখি।
এই সততা স্কুলের প্রধান শিক্ষক শহীদুল ইসলাম স্যার অনবদ্য একটা কাজ করেছেন ।উনার ভাষায়, "যে অপরকে ফাঁকি দেয় সে নিজেকে ফাঁকি দেয় " - । একটা শিশু দোকানদারের অনুপস্থিতে একটা জিনিস কিনবে আর টাকা রেখে যাবে আর এই প্রক্রিয়ার মাধ্যমে বড় হয়ে উঠবে দিকবিজয়ী আগামীর সৎ প্রজন্ম।আমার আপনার সুন্দর চলাফেরায় সমাজ সুন্দর হয় আর সুন্দর সমাজে জন্ম নেয়া এই আমরা মানুষে পরিণত হই।