Sunday, January 15, 2017

সততার গল্প


 সততার গল্প 
সাবলম্বী ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ,বালিয়াকান্দি ,রাজবাড়ী। 

জন্মলগ্ন থেকেই মানুষ ভালোমন্দ বা সৎ হয়ে জন্মায় না। সৎ মানুষকে হতে হয়।  ঠিক তেমনি জগতের খারাপ মানুষগুলো ও খারাপ হয়ে জন্মায়নি। আমরা সবাই এক সময় নিষ্পাপ ছিলাম অর্থাৎ সবাই এক বিন্দু থেকে শুরু করেছিলাম। মানুষকে আমি প্রকৃতির সাথে তুলনা করি। প্রকৃতি যেমন উজাড় করে দেয় আবার হিংস্র হলে সব কিছু কেড়ে নিতে দ্বিধাবোধ করে না। প্রকৃতি দেয় বেশি,কেড়ে নেয় খুব কম। ঠিক একইভাবে মানুষ উদার আর হিংস্র। যাইহোক ,একটা শিশু প্রকৃতি থেকে শিখে। যা দেখে তা থেকে শিখে। যা করতে দেয়া হয় তা থেকে শিখে। আমাদেরকে ওই ছোট্টবেলায় যখনই বলা হয়েছে  'এটা করো না ,এটা করা টিক না ,আল্লাহ মারবে ' । বিশ্বাস করেন আমরা অনেকেই ওই নিষেধ করা জিনিসগুলি আজও করি নাই।আমরা যে যেভাবে বড় হয়েছে ঠিক সে সেভাবে চিন্তা করতে শিখি। 

এই সততা স্কুলের প্রধান শিক্ষক শহীদুল ইসলাম স্যার অনবদ্য একটা কাজ করেছেন ।উনার ভাষায়, "যে অপরকে ফাঁকি দেয় সে নিজেকে ফাঁকি দেয় " - । একটা  শিশু দোকানদারের অনুপস্থিতে একটা জিনিস কিনবে আর টাকা রেখে যাবে আর এই প্রক্রিয়ার মাধ্যমে বড় হয়ে উঠবে দিকবিজয়ী আগামীর সৎ প্রজন্ম।আমার আপনার সুন্দর চলাফেরায় সমাজ সুন্দর হয় আর সুন্দর সমাজে জন্ম নেয়া এই আমরা মানুষে পরিণত হই। 

Wednesday, January 11, 2017

শিক্ষা

শিক্ষা এমন একটা সম্পদ যা মানুষের সাথে থেকেই যায় জীবনের শেষ দিন পর্যন্ত। এই সম্পদ নির্জীবকে দেয় সজীবতা আর ঘুমন্তকে জাগ্রত করে। অনেকেই শিক্ষা নামক এই পরশ পাথর থেকে ছুঁয়া না পাওয়ার করার কারণ হিসেবে মা-বাবা ও পরিবারকে দায়ী করে । এই দায় খুব কম ক্ষেত্রে ভূল থাকে আর বেশির ভাগ ক্ষেত্রে ঠিক। একটা ছেলে/মেয়ে নিজের পূর্ণাজ্ঞ ভালোমন্দ শিখে ১৮ বছরের ধারেকাছে আসার পর। এর আগ পর্যন্ত মা বাবা অথবা পরিবারই সব। প্রত্যেকটা মানুষের পেছনে তার পরিবারের অনেক ছাপ থাকে। এ গেলো শুধু পড়াশুনা। নৈতিকতা ও আরেকটা সম্পদ যা ধরে রাখা বা ধারণ করা সাধনার। এখানেও পরিবারই মুখ্য। আদরের ছোট ভাইটা বা মায়ের ভালোবাসার ছেলেটা/মেয়েটা যেন খারাপ না হয় সে জন্য আমাদের পরিবারগুলোকে আরো সতর্ক হতে হবে। 
ব্রি:দ্র :- কথাগুলো রাজধানীর একটা আলোচিত ঘটনার উপর ভিত্তি করে বলা। 

Tuesday, January 3, 2017

দ্বিতীয় বই

সকাল ৯ টা  থেকে ১১ টা পর্যন্ত ক্লাস করলাম। এর পর তিন তিনটা ঘন্টা ফ্রি। ভাবলাম বইটির বাকি অংশ শেষ করে ফেলি। হেনতেন করে শেষ করে ফেললাম। ফেব্রুয়ারি তো খুব দূরে নয়। দ্বিতীয় বইটির নাম নিয়ে বেশ চিন্তিত। সারা বইটির পাতায় পাতায় স্বপ্ন আর স্বপ্ন। স্বপ্ন টাইপেরই একটা নাম আসবে আশা করি। সঙ্গে থাকবেন। 

Sunday, January 1, 2017

জানুয়ারী মাসের সৌন্দর্য।

জানুয়ারী মাসের সৌন্দর্য। 
বই যখন মানুষকে হাসায় ,সেই হাসি দিগন্ত ছেড়ে চলে যায়। 
সেই হাসি সকল পবিত্রতাকে হার মানায়।