শিক্ষা এমন একটা সম্পদ যা মানুষের সাথে থেকেই যায় জীবনের শেষ দিন পর্যন্ত। এই সম্পদ নির্জীবকে দেয় সজীবতা আর ঘুমন্তকে জাগ্রত করে। অনেকেই শিক্ষা নামক এই পরশ পাথর থেকে ছুঁয়া না পাওয়ার করার কারণ হিসেবে মা-বাবা ও পরিবারকে দায়ী করে । এই দায় খুব কম ক্ষেত্রে ভূল থাকে আর বেশির ভাগ ক্ষেত্রে ঠিক। একটা ছেলে/মেয়ে নিজের পূর্ণাজ্ঞ ভালোমন্দ শিখে ১৮ বছরের ধারেকাছে আসার পর। এর আগ পর্যন্ত মা বাবা অথবা পরিবারই সব। প্রত্যেকটা মানুষের পেছনে তার পরিবারের অনেক ছাপ থাকে। এ গেলো শুধু পড়াশুনা। নৈতিকতা ও আরেকটা সম্পদ যা ধরে রাখা বা ধারণ করা সাধনার। এখানেও পরিবারই মুখ্য। আদরের ছোট ভাইটা বা মায়ের ভালোবাসার ছেলেটা/মেয়েটা যেন খারাপ না হয় সে জন্য আমাদের পরিবারগুলোকে আরো সতর্ক হতে হবে।
ব্রি:দ্র :- কথাগুলো রাজধানীর একটা আলোচিত ঘটনার উপর ভিত্তি করে বলা।
No comments:
Post a Comment