Tuesday, January 3, 2017

দ্বিতীয় বই

সকাল ৯ টা  থেকে ১১ টা পর্যন্ত ক্লাস করলাম। এর পর তিন তিনটা ঘন্টা ফ্রি। ভাবলাম বইটির বাকি অংশ শেষ করে ফেলি। হেনতেন করে শেষ করে ফেললাম। ফেব্রুয়ারি তো খুব দূরে নয়। দ্বিতীয় বইটির নাম নিয়ে বেশ চিন্তিত। সারা বইটির পাতায় পাতায় স্বপ্ন আর স্বপ্ন। স্বপ্ন টাইপেরই একটা নাম আসবে আশা করি। সঙ্গে থাকবেন। 

No comments:

Post a Comment