Wednesday, June 28, 2017

তুই শব্দটা

চিন্তা করেন দেখেন - তুই শব্দটা একসাথে আমরা কতভাবে ব্যাবহার করি। 

** তুই ব্যবহার করি তুচ্ছতাচ্ছিল্য করতে। 

তুই ব্যাবহার করি আদর বুঝাতে। (আমি আমার বোনকে তুই বলে সম্বোধন করি )

** তুই ব্যবহার করি কোনোভাবে নিজের স্টান্ডারিটি যদি কম থাকে ( ম্যানার না জানার কারণে )

তুই ব্যবহার করি বন্ধুদের সাথে ( which is perfect) ...

নোট : আমি আমার সর্ব-কনিষ্ট চাচাত ভাই যার বয়স ৫ বা ৭ হবে। তাকেও তুমি বলে ডাকি। ভালো লাগে। নিজের কাছে নিজের স্যান্ডারিটি ফুটে উঠে। নিজেকে শিক্ষিত শিক্ষিত লাগে।হুহ হা হাহ হাহ  


No comments:

Post a Comment