কল্পনায় খুকী
হিজবুর রহমান জীবন।
আচ্ছা খুকী ,আমি যে কবি নই
তার জন্য তুমি কি অখুশী ?
না,মোটেও না।
কেন এই জিজ্ঞাসা ?
না এমনি করলাম।
না তুমি বলো কেন এমন জিজ্ঞাসা ?
না ,এই যে তুমি নির্মলেন্দু , জয় গোস্বামী আর জীবনান্দে ভাসো ,
আমার কিন্ত, আমার কিন্ত খানিকটা ..
হ্যা , তোমার খানিকটা কী ?
বাদ দাও , তুমি কবিতা পড়ো।
না তুমি বলে যাও , আমি কবিতা পরে পড়বো।
না , আমি কবিত্ব হীনতায় ভুগি ,আমার হিংসে হয়।
আমার মনে হয় - আমি যদি নির্মলেন্দু হতাম।
তবে আমিই তোমার কবিতা হতাম।
এই যে তুমি ঠোট বন্ধ করে হাসো ,
আমি সেই হাসি হতাম।
ও সেই কথা ,আহারে বেচারা .....
তুমি কবি হলে বরং খারাপই হতো।
সেটা কেন হবে খুকী ?
তুমি কবি হলে তোমার কবিতায় আরো অনেকে ডুব দিতো ।
তোমার কবিতা আরো অনেককে হাসাতো।
আর তুমি এত বোকাসোকা হয়ে দাঁড়িয়ে থাকতে না ,
তুমি আমার হাসির কারণ না হতে পেরে প্রশ্নে জর্জরিত হতে না।
এখন আমি কবিতায় তোমাকে নিয়ে ডুব দেই ,
তোমাকে নিয়ে হাটি ,তোমাতেই মেতে থাকি।
আচ্ছা খুকী নির্মলেন্দুর বা জয় গোস্বামীর নতুন কোনো কবিতার বই বের হয়েছে ?
কেন ?
আমি : নিয়ে আসতাম।
হিজবুর রহমান জীবন।
আচ্ছা খুকী ,আমি যে কবি নই
তার জন্য তুমি কি অখুশী ?
না,মোটেও না।
কেন এই জিজ্ঞাসা ?
না এমনি করলাম।
না তুমি বলো কেন এমন জিজ্ঞাসা ?
না ,এই যে তুমি নির্মলেন্দু , জয় গোস্বামী আর জীবনান্দে ভাসো ,
আমার কিন্ত, আমার কিন্ত খানিকটা ..
হ্যা , তোমার খানিকটা কী ?
বাদ দাও , তুমি কবিতা পড়ো।
না তুমি বলে যাও , আমি কবিতা পরে পড়বো।
না , আমি কবিত্ব হীনতায় ভুগি ,আমার হিংসে হয়।
আমার মনে হয় - আমি যদি নির্মলেন্দু হতাম।
তবে আমিই তোমার কবিতা হতাম।
এই যে তুমি ঠোট বন্ধ করে হাসো ,
আমি সেই হাসি হতাম।
ও সেই কথা ,আহারে বেচারা .....
তুমি কবি হলে বরং খারাপই হতো।
সেটা কেন হবে খুকী ?
তুমি কবি হলে তোমার কবিতায় আরো অনেকে ডুব দিতো ।
তোমার কবিতা আরো অনেককে হাসাতো।
আর তুমি এত বোকাসোকা হয়ে দাঁড়িয়ে থাকতে না ,
তুমি আমার হাসির কারণ না হতে পেরে প্রশ্নে জর্জরিত হতে না।
এখন আমি কবিতায় তোমাকে নিয়ে ডুব দেই ,
তোমাকে নিয়ে হাটি ,তোমাতেই মেতে থাকি।
আচ্ছা খুকী নির্মলেন্দুর বা জয় গোস্বামীর নতুন কোনো কবিতার বই বের হয়েছে ?
কেন ?
আমি : নিয়ে আসতাম।
No comments:
Post a Comment