Saturday, August 12, 2017

মোটিভেশন কী একটা ব্যবসা ?

মোটিভেশন কী একটা ব্যবসা ?

উত্তর : হা , এখন কথা হচ্ছে ব্যবসা কী ?
 আপনি যেখানে কিছু না কিছু ইনভেস্ট করবেন এবং সেই খাত থেকে যখন প্রফিট আসবে তখন এটা ব্যবসা বা ব্যাবসার মত। 

প্রথমে বলে রাখি , একজন মানুষ এমনি এমনি মোটিভেশনাল স্পিকার হয় না , সে কোনো না কোনো ভাবে নিজের অবস্থানের পরিবর্তন করছে তারপর সে মনে করছে সে চাইলে মানুষের জীবনের পরিবর্তন ঘটাতে পারবে। পরিবর্তনটা অর্থনৈতিক বা আত্মিক হতে পারে। শুধু টাকাওয়ালা হলে যে কেউ সফল সেটা কোনো মোটিভেশনাল স্পিকার বলে না এবং বলবে ও না। 

বাংলাদেশে এই ফিল্ডটা একদম নতুন। বাংলাদেশে নতুন কিচ্ছু করা অনেক কঠিন এবং সেটা শুধু মানুষের জন্য। কেউ নতুন কিছু করুক এটা বেশির ভাগ মানুষ পছন্দ করেনা। তবে গত দু এক বছর ধরে বাংলাদেশেও এটা শুরু হয়েছে। নিক বুজিসিক , টনি রবিন্স ,বার্নাড,বব প্রক্টর ,আবদুল্লাহ আবু সায়েদ স্যার , জাগি বাসুদেব সহ আরো কত কত স্পিকাররা আমাদের জীবনকে সুন্দর করার কথা বলেন তা কেমন করে আমরা অস্বীকার করবো। এরাই কি শেষ ? আর আসবে না ? আরো আসলে সমস্যা ? নতুনরা আসবে না ? নতুনরা তো একদিন পুরাতন হবে। মানুষকে উৎসাহ দেয়ার কেউ না আসুক সেটা আমার চাই ? 

এখন কথা হচ্ছে মোটিভেশনাল বক্তারা কী ইনভেস্ট করেন ? তারা তাদের সময় ইনভেস্ট করে। তারা কেউ-ই বেকার না এটা বলার অপেক্ষা রাখে না। কিছু না কিছু তারা করছে। কেউ নিজের ব্যবসা বা জব বা কিছু একটা। 

বিশেষ কথা  : আমি খুব আন্তরিকভাবে বলতে চাচ্ছি যে আমি ও আমার লেখনী যে বা যারা পছন্দ করেন না তারা আপনারা নিজ দায়িত্বে আমাকে আনফ্রেন্ড করে দিবেন। আমি নিজেও কয়দিন পর পর অনেককে আনফ্রেন্ড করে দেই  যখন দেখি বা বুঝি সে বা তিনি বা তারা কোনো না কোনোভাবে আমার কারণে বিরক্ত। 


তবে....
সঙ্গে থাকুন আর এটা মনে প্রাণে চাই। 

No comments:

Post a Comment