Thursday, August 3, 2017

জগতের সব শক্তিই তো নিজের ভাবনায়।

আপনার থেকে ৫-১০ বছরের বড় একজন মানুষ সফল ? আপনাকে সে পাত্তা দিচ্ছে না? আপনি নিজেকে এখন ছোট ভাবতে শুরু করছেন ?

সমাধান : আপনি ভাবতে পারেন আপনার উনার থেকে ৫-১০ বছর সময় বেশি আছে। আপনি চাইলে উনার থেকে বড় স্বপ্ন দেখতে পারেন। জগতের সব শক্তিই তো নিজের ভাবনায়।

সমান বয়সের কেউ আপনার থেকে এগিয়ে গেলে কি করা ?

সব মানুষের পথচলা এক না। আপনি উনার সাথে প্রতিযোগিতা না করে নিজের সাথে প্রতিযোগিতা করে যান।

No comments:

Post a Comment