রংধনুর সাত রং দেখি তোমার মুখে
কষ্টে জমাট বাধা ঘন নীল ,
শিশির বিন্দু তোমার চোখে।
মেঘ ঘন কালো সাজ
তোমার ওই আখি পল্লবে।
চেয়েছিলে তুমি আমিবিহীন,
একটা নতুন পৃথিবী।
ছেড়ে চলে এলাম বোবা-
হাসি নিয়ে,চাপা কান্নায়।
দক্ষিনা বাতায়নে ,
তখন ছিলাম আমি উদাসীন;
কে এসে বলে গেল চুপিসারে ,
তোমার পৃথিবী আজও অমলিন।
আমি হয়তো ডুব দেব
তোমার ওই কাজল চোখে ;
নি:শ্বাস নেব ভালবাসার।
আমি চাই না দেখতে
পৃথিবী হোক তোমার অমলিন।
কষ্টে জমাট বাধা ঘন নীল ,
শিশির বিন্দু তোমার চোখে।
মেঘ ঘন কালো সাজ
তোমার ওই আখি পল্লবে।
চেয়েছিলে তুমি আমিবিহীন,
একটা নতুন পৃথিবী।
ছেড়ে চলে এলাম বোবা-
হাসি নিয়ে,চাপা কান্নায়।
দক্ষিনা বাতায়নে ,
তখন ছিলাম আমি উদাসীন;
কে এসে বলে গেল চুপিসারে ,
তোমার পৃথিবী আজও অমলিন।
আমি হয়তো ডুব দেব
তোমার ওই কাজল চোখে ;
নি:শ্বাস নেব ভালবাসার।
আমি চাই না দেখতে
পৃথিবী হোক তোমার অমলিন।
No comments:
Post a Comment