Thursday, April 30, 2015

স্বাধীনতা ও আমরা :
স্বাধীনতা প্রিয় এই আমরা,স্বাধীনতা চাই প্রতিটি পদক্ষেপে। বর্তমানে যে স্বাধীনতা অলোচনার শীর্ষে ,নারীর স্বাধীনতা যার বিরুধিতা করার কোনো মানসিকতা আমার বিন্দু মাত্র নেই,এদেরকে দেয়ালের ভিতরে রেখে কোনো দেশ বা সমাজ সামনে যাওয়া সম্ভব নয় সেটা বলার আপেক্ষ রাখে না। কথার বিষয় হচ্চে আমরা অনেকেই মনে করি নারী স্বাধীনতা মানে নারীদেরকে সমানীকরণ করা যা কোনভাবে কখনো সম্ভব নয়। আপদমস্তকভাবে নারী-পুরুষ আকারে,মননে ,দৈহিক কারুকার্যে ভিন্ন। সমাধিকার দরকার ,সমানিকরণ নয়। সমানিকরণ ও সমাধিকার নিয়ে কোনো কোনো খটকা থাকলে,জানান।আমি মা-বোন ও বধুদের দলকে ছোট করার কোনো মানসিকতা পোষন করিনা। আমরা কেওই কারো থেকে ছোট-বড় নয় ;তাহলে সমান হওযার কথা আসছে কত্তথেকে। সেটা টিক অন্ধকার সমাজ আপনাদেরকে চেয়েছিল অন্ধকারে আটকে রাখতে যা পারে নি। বের হয়ে আসলেন আলোয় ,সমাজ যাচ্চে চরম গতিতে। নিজ নিজ স্বকীয়তা বজায় না রাখলে কী আপন সৌন্দর্য থাকে ? কথা গুলা আসছে এইখানের এদেরকে দেখে ,এরা  যতটা উন্নত জাতিতে টিক ততটা অসুখী পরিবারে ;আর এদের পরিবার না-ই ,সমাজে ,অন্ধকারের নিজস্বতায়। 

No comments:

Post a Comment