Sunday, May 31, 2015

আমি আমার ভাইকে জিগ্যেস করছিলাম গতকালকে,
নিজেকে কী দেখতে চায় সামনের দিনে?
গুগলে কাজ করতে চায় সে।
বললাম টাকার কারণে আমি পারিনি,
হতে ভর্তি মেডিকেলে।
তুই চাইলে এখন সেটা খোলা;
টিক তোর সামনে,আল্লাহর রহমতে।
না,সে কাজ করতে চায় গুগলে।
ওকে তোর জন্য অপেক্ষা করতেছি,
আমি এই বিনদেশে। .........

Saturday, May 30, 2015

আমি ও স্বপ 

আমার রাজ্যে আমিই রাজা তবে আমি তোকে রাণী করতে চাই নি;চেয়েছিলাম দেবী করে রাখতে।

Wednesday, May 27, 2015

কথা বলার সময় প্রতেকটা শব্দ ব্যবহার করি হাসি দিয়ে। আর মানুষ মনে করে,আমি খুব ভালো মানুষ। হিংসা হয় যদি সত্যি হতে পারতাম। 

Monday, May 25, 2015

জানি তুমি জান্নাতে
বিদ্রোহের দরকার নেই;
আমার মতে সেখানে।
যা করে গেছো এই বিনদেশে,
তার জন্য আমরা
মনে রাখব মনেপ্রাণে।
Kazi Nazrul Islam কাজী নজরুল ইসলাম
হাটু ঘেড়ে তোর কাছে তোকে ভিক্ষা চাইতাম কিন্ত চাইবো না কারণ আমি ছাড়া তুই সুখী। .........

Thursday, May 21, 2015

দেশে একটা হিড়িক পরছে ,সেটা কী ? মুক্ত্চর্চার ও মুক্তমনার।মনে একটাই দুঃখ হতে পারলাম না এই দুইটার কোনটাই আর এই জন্য আনস্মার্ট রয়ে গেলাম। ........হু হা হা হা। ...
আমারে কেউ মাইরালা  

Monday, May 18, 2015

এই আজকের দিনটা আজ থেকে পাঁচ বছর পূর্বে ছিল ''ভবিষৎ'' অথচ কি নির্ধিদায় মেরে ফেললাম আজকের দিনটাকে। প্রতিদিনই গুরুতপূর্ণ,কালকের জন্য আজকে-কে মেরে ফেলা উচিত নয়। তবে আজকের দিনকে উপভোগ করার মানে এই নয় যে কালকের জন্য আমরা চিন্তা করব না। 

Sunday, May 17, 2015

হেরে যাই আমরা নিজেদেরই কাছে।জয় খুব শক্তিশালী।দুর্বল মানুষের কাছে জয়ের চেয়ে পরাজয়ের আসা যাওয়া একটু বেশি-ই। 

Wednesday, May 13, 2015

ধর্মহীনতাই স্মার্টনেস.................

Saturday, May 9, 2015

মায়েদেরকে বিশেষায়িত করে কিছু একটা লিখব কিন্ত বিশেষণ খুঝে পাচ্ছিনা। কিছু জিনিস অবর্ণনীয়,বিশেষণহীন ও সীমানাহীন থাকার মাঝেই তার অবয়ব ফুটে উটে সেটা হয়ত ভুলে গিয়েছিলাম।মা-জীবন ভরে থাকুক সম্মান আর শ্রদ্ধায়। সুখী মা দিবস.........................

Wednesday, May 6, 2015

এই একটা জায়গায় হয়ত সবারই অন্তমিল......................দিন শেষে আমরা সবাই একলা।
সে এক চরম একাকিত্ব। 

Tuesday, May 5, 2015

 চাঁদ পূর্ণতার চাদরে
আস্তে আস্তে নিঃশেষ
হওয়ার,নিরব ভয়ে;
বিলীন হয়ে যায়
ঘন অন্ধকার নিশি থেকে আলোতে।
আমার সে ভয় নেই,
আমার আছো তুমি।
তুমি জানো না ও রংতুলি,
মনের ক্যানভাসে একটাই ছবি,
সে তোমারই মায়াবী মুখখানী।
মধ্যাকাশে প্রখর তাপে,
নিঃশেষ হওযার ভয়ে ;
সূর্য ও কেঁপে উটে ,
এই বুঝি অন্ধকার এসে ;
থামিয়ে দিল আলোর কূলাহল।
আমার সে ভয় ও নেই ,
দীর্ঘ রাত্রির ছোট্ট স্বপ্নের ;
তুমিই স্বপ্নের বিশালতা।
ও দুঃস্বপ্ন বিধারিনী,
তুমি জানো না হয়ত ;
তুমিই আমার স্বপ্নের প্রাচুর্যতা।
'