Sunday, May 31, 2015

আমি আমার ভাইকে জিগ্যেস করছিলাম গতকালকে,
নিজেকে কী দেখতে চায় সামনের দিনে?
গুগলে কাজ করতে চায় সে।
বললাম টাকার কারণে আমি পারিনি,
হতে ভর্তি মেডিকেলে।
তুই চাইলে এখন সেটা খোলা;
টিক তোর সামনে,আল্লাহর রহমতে।
না,সে কাজ করতে চায় গুগলে।
ওকে তোর জন্য অপেক্ষা করতেছি,
আমি এই বিনদেশে। .........

No comments:

Post a Comment