Monday, May 18, 2015

এই আজকের দিনটা আজ থেকে পাঁচ বছর পূর্বে ছিল ''ভবিষৎ'' অথচ কি নির্ধিদায় মেরে ফেললাম আজকের দিনটাকে। প্রতিদিনই গুরুতপূর্ণ,কালকের জন্য আজকে-কে মেরে ফেলা উচিত নয়। তবে আজকের দিনকে উপভোগ করার মানে এই নয় যে কালকের জন্য আমরা চিন্তা করব না। 

No comments:

Post a Comment