চাঁদ পূর্ণতার চাদরে
আস্তে আস্তে নিঃশেষ
হওয়ার,নিরব ভয়ে;
বিলীন হয়ে যায়
ঘন অন্ধকার নিশি থেকে আলোতে।
আমার সে ভয় নেই,
আমার আছো তুমি।
তুমি জানো না ও রংতুলি,
মনের ক্যানভাসে একটাই ছবি,
সে তোমারই মায়াবী মুখখানী।
মধ্যাকাশে প্রখর তাপে,
নিঃশেষ হওযার ভয়ে ;
সূর্য ও কেঁপে উটে ,
এই বুঝি অন্ধকার এসে ;
থামিয়ে দিল আলোর কূলাহল।
আমার সে ভয় ও নেই ,
দীর্ঘ রাত্রির ছোট্ট স্বপ্নের ;
তুমিই স্বপ্নের বিশালতা।
ও দুঃস্বপ্ন বিধারিনী,
তুমি জানো না হয়ত ;
তুমিই আমার স্বপ্নের প্রাচুর্যতা।
'
আস্তে আস্তে নিঃশেষ
হওয়ার,নিরব ভয়ে;
বিলীন হয়ে যায়
ঘন অন্ধকার নিশি থেকে আলোতে।
আমার সে ভয় নেই,
আমার আছো তুমি।
তুমি জানো না ও রংতুলি,
মনের ক্যানভাসে একটাই ছবি,
সে তোমারই মায়াবী মুখখানী।
মধ্যাকাশে প্রখর তাপে,
নিঃশেষ হওযার ভয়ে ;
সূর্য ও কেঁপে উটে ,
এই বুঝি অন্ধকার এসে ;
থামিয়ে দিল আলোর কূলাহল।
আমার সে ভয় ও নেই ,
দীর্ঘ রাত্রির ছোট্ট স্বপ্নের ;
তুমিই স্বপ্নের বিশালতা।
ও দুঃস্বপ্ন বিধারিনী,
তুমি জানো না হয়ত ;
তুমিই আমার স্বপ্নের প্রাচুর্যতা।
'
No comments:
Post a Comment