Wednesday, September 30, 2015

সময় কথা বলে যখন আমরা কথা বলাই। 
ইন্ডিয়া ডিজিটাল হবে তো আমাদের এতো আল্লাদি না দেখাইলেই নই কি ? কেও কেও প্রোফাইল পিক এ সেটা ধারণ করছেন। যে দেশে আছেন সে দেশ নিয়ে ভাবুন আল্লাদি ভাইবোনেরা। এরা কী চায় ? দেশে এখন দুই প্রন্থী ১)পাকিস্তান আর ২) ভারত -তাহলে বাংলাদেশ প্রন্থী কারা ?

Monday, September 28, 2015


এই শুনো,তুমি শুনতে পাচ্ছো কি  ?
রাতেরগুলো গুনতে পাচ্ছো কি ?
এই তোমার-আমার এক মলাটের রাত
আর শিশির ভেজা ছুয়ে দিলে হাত
যে পথে হেটে যাও,কখনো থেমে যাও
আসলে ভুলে যাও,কী পেতে চাও ?
তুমি ও আমাকে যে কোনো পোশাকে
ভালোবেসে ফেলে মুখ লুকাও
যদি রেখে দিতে পারো,থেকে যেতে পারি
ফিরে যেতে দিও না।
যত কাছাকাছি কাছে থাকা যায়
যদি একটা দুটো ইচ্ছে রাখা যায়
তুমি ঘাসের যেই ফেলছো পা
আমার অন্য কিছু ভালো লাগছে না।

তারা উপর 

Sunday, September 27, 2015

আজকাল মাটির গান শুনি। ইটপাথরে প্রাণ আছে ?


Friday, September 25, 2015

দুনিয়াটা ততো বড় যত বড় আপনার চিন্তার জগৎ। 

Wednesday, September 23, 2015

কোরবানী যেন লোক দেখানো না হয়,হয় না যেন শরীয়ত বিরোধী।
ঈদ মোবারক। .......

Tuesday, September 22, 2015

তোর পালা শেষ হলো কিন্ত পাওনাটা রয়ে গেল। 

Monday, September 21, 2015

আমার সকাল শুরুই হত তোকে চুমু দিয়ে
আমি জানালার পাশে বসতাম তোকেই ভেবে
আমার কবিতারা হত তোকেই নিয়ে
আমার দিনের শেষে,রাতের কোলে ঢলে পড়তাম
তর স্পর্শ নিয়েই।
তোকে নিয়ে কাড়াকাড়িতে,ছিল হইতো বাড়াবাড়ি
দেখলি না খুকি ছিল ভালবাসা কতখানি।




Saturday, September 19, 2015

অনৈতিক শিক্ষিত;ভয়ংকর মূর্খের চেয়ে ও ভয়ংকর। 

Thursday, September 17, 2015

ট্রেনে যেতে হয় কলেজে। ম্যানহাটন এ যেতে লাগে প্রায় এক ঘন্টা। এই এক ঘন্টায় কত কিছিমের মানুষ উটে ট্রেনে তার হিসাব কে ই রাখে। একটা জিনিস নজর কাড়ে।না সেটা সাদা চামড়ার মেয়ে না আবার। সেটা কী তাহলে ? বই পড়া। কেউ বসে ,কেউ দাড়িয়ে বই পড়তেই আছে। এদের বই পড়া দেখে মনে হয় অনেক কিছুই। সবই ইতিবাচক। মনে হয় এই যেমন,এরা মিথ্যা কথা কম বলে ,এরা মানুষকে টকায় না আর এদের ধর্ম আমার জানার দরকার নাই। । এদের নতুন একটা ধর্ম আছে। মানবতা। বই পরে মানুষ খারাপ করতে পারে না।  নামাজের পর শান্তির কোনো কিছু থাকলে আমি বলবো বই পরা
বি:দ্র: আমি কোনো ধর্মকে ছোট করি নি,আমি নিজে ইসলাম ধর্মের অনুসারী।

Wednesday, September 16, 2015

টাকা তো কাগজেরই টুকরা।

Sunday, September 6, 2015

কবিতা কী বলে ? গান কী শুনায় ? লেখনী কী শিক্ষা দেয় ? এর উত্তর অনেক বড়।অনেক ছোট করে বলতে গেলে,
আমাদের ৪৭,৫২,৬৯ এবং সর্বশেষ ৭১-এ  কবিতা ,গান আর লেখনীর বিরাট একটা ভূমিকা ছিল। 

Wednesday, September 2, 2015

সমীকরণগুলো বাস্তানুপাতিকে কাজ করে আজকাল। আমি চাই চাওয়াগুলো মিশে একাকার হয়ে যাক মধ্যবিন্দুতে। আসলে জীবনই এমন যে মিশবে না,ছড়াবে আর ছড়িয়ে যেতে থাকবে।যাক দেখি কতদূর। ..............
 পরিশ্রম করে অর্জিত জিনিসগুলো অর্জন করো। সার্থকতা আছে,আছে দীর্ঘস্থায়িতা।
আমার আম্মু