আমার সকাল শুরুই হত তোকে চুমু দিয়ে
আমি জানালার পাশে বসতাম তোকেই ভেবে
আমার কবিতারা হত তোকেই নিয়ে
আমার দিনের শেষে,রাতের কোলে ঢলে পড়তাম
তর স্পর্শ নিয়েই।
তোকে নিয়ে কাড়াকাড়িতে,ছিল হইতো বাড়াবাড়ি
দেখলি না খুকি ছিল ভালবাসা কতখানি।
আমি জানালার পাশে বসতাম তোকেই ভেবে
আমার কবিতারা হত তোকেই নিয়ে
আমার দিনের শেষে,রাতের কোলে ঢলে পড়তাম
তর স্পর্শ নিয়েই।
তোকে নিয়ে কাড়াকাড়িতে,ছিল হইতো বাড়াবাড়ি
দেখলি না খুকি ছিল ভালবাসা কতখানি।
No comments:
Post a Comment