Monday, September 21, 2015

আমার সকাল শুরুই হত তোকে চুমু দিয়ে
আমি জানালার পাশে বসতাম তোকেই ভেবে
আমার কবিতারা হত তোকেই নিয়ে
আমার দিনের শেষে,রাতের কোলে ঢলে পড়তাম
তর স্পর্শ নিয়েই।
তোকে নিয়ে কাড়াকাড়িতে,ছিল হইতো বাড়াবাড়ি
দেখলি না খুকি ছিল ভালবাসা কতখানি।




No comments:

Post a Comment