এই শুনো,তুমি শুনতে পাচ্ছো কি ?
রাতেরগুলো গুনতে পাচ্ছো কি ?
এই তোমার-আমার এক মলাটের রাত
আর শিশির ভেজা ছুয়ে দিলে হাত
যে পথে হেটে যাও,কখনো থেমে যাও
আসলে ভুলে যাও,কী পেতে চাও ?
তুমি ও আমাকে যে কোনো পোশাকে
ভালোবেসে ফেলে মুখ লুকাও
যদি রেখে দিতে পারো,থেকে যেতে পারি
ফিরে যেতে দিও না।
যত কাছাকাছি কাছে থাকা যায়
যদি একটা দুটো ইচ্ছে রাখা যায়
তুমি ঘাসের যেই ফেলছো পা
আমার অন্য কিছু ভালো লাগছে না।
তারা উপর
No comments:
Post a Comment