ট্রেনে যেতে হয় কলেজে। ম্যানহাটন এ যেতে লাগে প্রায় এক ঘন্টা। এই এক ঘন্টায় কত কিছিমের মানুষ উটে ট্রেনে তার হিসাব কে ই রাখে। একটা জিনিস নজর কাড়ে।না সেটা সাদা চামড়ার মেয়ে না আবার। সেটা কী তাহলে ? বই পড়া। কেউ বসে ,কেউ দাড়িয়ে বই পড়তেই আছে। এদের বই পড়া দেখে মনে হয় অনেক কিছুই। সবই ইতিবাচক। মনে হয় এই যেমন,এরা মিথ্যা কথা কম বলে ,এরা মানুষকে টকায় না আর এদের ধর্ম আমার জানার দরকার নাই। । এদের নতুন একটা ধর্ম আছে। মানবতা। বই পরে মানুষ খারাপ করতে পারে না। নামাজের পর শান্তির কোনো কিছু থাকলে আমি বলবো বই পরা
বি:দ্র: আমি কোনো ধর্মকে ছোট করি নি,আমি নিজে ইসলাম ধর্মের অনুসারী।
No comments:
Post a Comment