Saturday, September 24, 2016

উচ্চাকাঙ্খা

উচ্চাকাঙ্খা বা উঁচুতে যাওয়ার ইচ্ছে এমন একটা অনুভূতি যা আমাদেরকে সজীব রাখে ।এম্বিশন (ambition) আমাদেরকে চলতে সাহায্য করে। স্বপ্ন,ইচ্ছে,আকাঙ্খা ,নিজেকে একটা জায়গায় দেখা -এই সবগুলোই এম্বিশনের একেকটা নিয়ামক।
যাদেরকে দেখে আমরা মাঝে মাঝে চমকে যাই আর মনের অজান্তে বলি এটা কেমন করে সম্ভব। এই বিশাল বিশাল মানুষগুলো সব পথ পেরিয়ে উঁচুতে পৌঁছেছে এম্বিশন নামক গেট দিয়ে। আর সব সফলতা অর্জন করেছে এম্বিশন নামক সাগরে সাঁতার কেটে। সব সম্ভবের মূল হচ্ছে এম্বিশন বা গভীরভাবে ইচ্ছে করা। জগতে যারা শুধু মেধাবী তারা বড় হয় না , তারাই বড় হয় যারা মেধার সাথে স্বপ্ন মেশায় ।স্বপ্নবাজ বা উচ্চাকাংখীরা কম মেধাবী হলে ও বড় হয়ে যায় এবং তারা আমাদের আশেপাশেই। স্বপ্ন দেখেন,বড় হন আর দেশ ও জাতিকে গর্বিত করুন।

No comments:

Post a Comment