ক্ষুদার্ত থাকো ,বোকা থাকো।
এই কথাটা অনেক আগের তবে ২০০৫ সালের স্ট্যান্ডফোর্ডের সমাবর্তন অনুষ্টানের সেই বিখ্যাত আলোড়নকারী বক্তব্যে স্টিভ জবস আবারো আমাদের সামনে এই সবগুলো উচ্চারণ করেন। এই শব্দগুলো অনেক গভীর কিছু অর্থ বহন করে।
ক্ষুদার্ত থাকো - মানে হচ্ছে কখনো এই শেষ বলে থেমে যেও না। ইচ্ছে পোষণ করো ,কাজ করো ,স্বপ্ন দেখো ,জীবনকে সাজাও ,জীবনকে আরো সাজাও এবং এভাবেই করতে থাকো। থেমে তখনই যাও যখন একদিন সব শেষ হয়ে যাবে।
বোকা থাকো - মানে প্রায় একই কথা তবে একটু ঘুরানো। এর প্রকৃত মানে হচ্ছে - কখনো সব জানি ,সব বুঝি ,সব পারি ,সব হয়ে গিয়েছে এমন যেন না হয়। বোকারা যেমন কিছুই জানে না ঠিক তেমনি তুমি বোকা সাজো। একটার পর একটা কাজ করে যাও। চেষ্টা থামিও না। প্রত্যেকটা কাজের আগে নিজেকে বোকা ভাবো তবে কাজটা খুব ভালোভাবে শিখতে ও বুঝতে পারবে।
আমার একটা প্রিয় বাণীর সাথে এই কথাগুলোর অনেক মিল। সক্রেটিস বলেন , " আমি জানি ,আমি কিছুই জানিনা "।
এই কথাটা অনেক আগের তবে ২০০৫ সালের স্ট্যান্ডফোর্ডের সমাবর্তন অনুষ্টানের সেই বিখ্যাত আলোড়নকারী বক্তব্যে স্টিভ জবস আবারো আমাদের সামনে এই সবগুলো উচ্চারণ করেন। এই শব্দগুলো অনেক গভীর কিছু অর্থ বহন করে।
ক্ষুদার্ত থাকো - মানে হচ্ছে কখনো এই শেষ বলে থেমে যেও না। ইচ্ছে পোষণ করো ,কাজ করো ,স্বপ্ন দেখো ,জীবনকে সাজাও ,জীবনকে আরো সাজাও এবং এভাবেই করতে থাকো। থেমে তখনই যাও যখন একদিন সব শেষ হয়ে যাবে।
বোকা থাকো - মানে প্রায় একই কথা তবে একটু ঘুরানো। এর প্রকৃত মানে হচ্ছে - কখনো সব জানি ,সব বুঝি ,সব পারি ,সব হয়ে গিয়েছে এমন যেন না হয়। বোকারা যেমন কিছুই জানে না ঠিক তেমনি তুমি বোকা সাজো। একটার পর একটা কাজ করে যাও। চেষ্টা থামিও না। প্রত্যেকটা কাজের আগে নিজেকে বোকা ভাবো তবে কাজটা খুব ভালোভাবে শিখতে ও বুঝতে পারবে।
আমার একটা প্রিয় বাণীর সাথে এই কথাগুলোর অনেক মিল। সক্রেটিস বলেন , " আমি জানি ,আমি কিছুই জানিনা "।
No comments:
Post a Comment