২০১৭ সাল।
ব্যার্থতাগুলো :
বাংলাদেশে একটা এপার্টমেন্ট কেনার ইচ্ছে ছিল ,হলো না।
বড় মাপের একটা ইনভেস্টমেন্ট করার ইচ্ছে ছিল ,হলো না।
কমপক্ষে ১৫ টা বই পড়ার ইচ্ছে ছিল ,পড়ছি মাত্র ৭ টা।
সফলতাগুলো :
এই বছর কলেজ গ্রাজুয়েট হলাম।
একটা বই লিখলাম যা তোমরা এই একুশে বই মেলায় পাবে।
বন্ধুদের সাথে ছোটোখাটো একটা মহৎ কাজে হাত দিলাম।
২০১৩ সাল থেকে তৈরী করা ইউটিউব চ্যানেলকে এইবার থেকে গুরুত্বসহকারে হাতে নিলাম।
নিজের স্কিলগুলোকে আরো ধারালো করলাম।
ছাত্র ছাত্রীদের উন্নতি চোখের সামনে দেখলাম।
২-৩ জন মানুষকে ঋণ দিতে সমর্থ হলাম।
সফলতা ও ব্যার্থতা নিয়েই মানুষের জীবন। সবশেষে এই স্বপ্নে বিভোর আত্মায় এখনো প্রাণ আছে বলে মহান আল্লাহর নিকট অনেক ধন্যবাদ (শুকরিয়া )। বেঁচে থাকলে কত কিছুই হবে। ..
No comments:
Post a Comment