আমরা নিউ ইয়ার পরিকল্পনা বা New Year Resolution তৈরী করি যা খুবই আনন্দের এবং উচ্ছাসের। এই পরিকল্পনায় বিশেষ করে স্থান পায় বস্তুগত বিষয়গুলি। অবস্তুগত অমূল্য জিনিসগুলি হারিয়ে যায় অবহেলায় আর নির্লিপ্ততায়।
এই পরিকল্পনায় যেন অবস্তুগত জিনিসগুলিও থাকে। এই যেমন :
নতুন বছরের শুরু থেকে কারো সাথে খারাপ ব্যবহার করবো না।
মানুষকে সাহায্য করবো।
উন্নত শব্দ ব্যবহার করবো।
মানুষকে জাত কুল ধর্ম বর্ণ নির্বিশেষে ভালবাসবো ও শ্রদ্ধা করবো ।
অনেকগুলি বই পড়বো।
আর এই বিষয়গুলো অর্জন করতে খুব একটা কষ্ট হবে না। আমাদের ইচ্ছাশক্তিই যথেষ্ট। ...
No comments:
Post a Comment