আমি দিনগুলো বিক্রি করি স্বপ্নের দামে
আমি প্রতিদিনই এই প্রতিধ্বনি শুনি
আমার ঝরে যাওয়া ঘামে
আমার সম্ভবনাগুলোকে বিক্রি করি
আমার মনোশক্তির দামে
আমি মিথ্যা বলি নিজের সাথে
বলি এই তো হচ্ছে সবই
পরক্ষণে আমি দেখি
ধু ধু চুরাবালির মরুভূমি
আমি ভয়ংকর রকমের
স্বপ্নবিলাসী মানুষ
আমার পথের অন্ত নেই
তবুও কেন আমি
থেমে যাই মাঝপথের মরিচিকায়
থেমে যাওয়া আমার ধর্মে
আমার নিরন্তর কর্মে
আমার আমিত্বের বৃত্তে
নেই নেই নেই। ..